সম্প্রীতি
যাদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, তাদের কে আমি মন থেকেই পছন্দ করি না। সমসাময়িক সময়ে যে জগাখিচুড়ি অবস্থা চলছে, তা আসলে কোন দিকে গিয়ে গড়াবে সেটা বলা খুব মুশকিল।
সত্যি বলতে গেলে কি, এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যারা করেছে, তারা কতটুকু মানুষের কাতারে পরে, তা আমার জানা নেই। তবে এক্ষেত্রে উগ্র ও বিকৃত মস্তিষ্কের লোকজন প্রচন্ড ভাবে সক্রিয়।
এরা প্রতিনিয়তই সজাগ ও ভীষণ চালাক চতুর, এদের কাছে ক্ষমতা ও নিজ স্বার্থ হাসিল মুখ্য বিষয়। তার বাহিরে বাকি সব শুধুমাত্র ব্যবহার্য প্রোডাক্ট। এইসব কুচক্রী মহল শুধুমাত্র ইস্যু তৈরি করতে ব্যস্ত আর সমসাময়িক সময়ের ইস্যু গুলো বড্ড স্পর্শকাতর।
ব্যাপারগুলো এমন দিকে গড়াচ্ছে, যেন খুব দ্রুত বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। কুচক্রী মহল নিজেরা যেমন উগ্র, তেমনটা তাদের নোংরা মানসিকতা ছড়িয়ে দিতে তারা সর্বদা প্রস্তুত। আর তাদের নোংরা মানসিকতা গোগ্রাসে গিলছে সাধারণ মানুষ।
ওই যে বললাম, সাধারণ মানুষ শুধুমাত্রই এদের কাছে প্রোডাক্ট। যাকে শুধু ইচ্ছে মতো ব্যবহার করা যায়, নিজেদের প্রয়োজনে।
দেশপ্রেমের ব্যাপারটা প্রচুর গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে। তবে দেশপ্রেমের নাম করে স্বার্থান্বেষীরা নিজেদের স্বার্থসিদ্ধি হাসিল করতে চাচ্ছে কিনা, সেটাও একটু গভীরভাবে চিন্তা করা যৌক্তিক বিষয়।
সমসাময়িক পতাকা কান্ডে আমি নিজেই ভীষণ বিব্রতবোধ করেছি। মানুষের মানসিকতা দেখে অনেকটা বাকরুদ্ধ হয়ে গিয়েছি। মারামারি-যুদ্ধ-হানাহানি মোটেও পছন্দ করি না। পছন্দ করি সম্প্রীতি, সেটা যে কোন ক্ষেত্রেই। হোক সেটা সাম্প্রদায়িক কিংবা রাষ্ট্র।
কুচক্রী মহল আসলে সর্ব জায়গাতেই বিরাজমান, মন থেকেই চাওয়া এরা নিপাত যাক। সম্প্রীতি ছড়িয়ে যাক সর্বত্র। দেশপ্রেম আমার কাছে যেমনটা গুরুত্বপূর্ণ, তেমনটা পৃথিবী প্রেম বড্ড ভাবায় আমাকে।
মানুষ হোক মানুষের, সম্প্রীতির সুবাতাসে শুদ্ধ হোক ধরা এমনটাই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
দূষণমুক্ত পরিবেশে আমরা বাঁচি এটাই কাম্য৷ মুড়ি মুড়কির মতো আমাদের ব্যবহার করা বন্ধ হোক৷ সহমত আপনার সাথে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাই কুচক্রী মহলের কাজ-ই হচ্ছে ঝামেলা লাগিয়ে রাখা। বর্তমান পরিস্থিতি আসলেই খুব খারাপ। পতাকা অবমাননা করার মতো কাজে লিপ্ত হওয়াটা মোটেই উচিত হয়নি। যাইহোক সবকিছু ভুলে আবারও দুই-দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
আপনার নিরপেক্ষতা অনেকের কাছে প্রণিধানযোগ্য। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাই দুটি দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করে। কিছু কুচক্রী এভাবে দুটি দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইলেই তা খারাপ করতে পারে বলে আমার বিশ্বাস নেই। ভারত বাংলাদেশ পুরনো বন্ধু। আশা করছি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনদিন নষ্ট হবে না।
কবি তোমার জন্য ভালোবাসা রইলো।
এই ভালোবাসাটাই তো সম্পদ গো। পৃথিবী যেদিকেই যাক, ভালোবাসার বন্ধন অটুট থাকুক।