উন্মুক্ত ইফতার
যেহেতু প্রতিদিন বিকেলবেলা করে বাবুকে নিয়ে পার্শ্ববর্তী স্কুল মাঠে যাই, তাই সেই সুবাদে স্থানীয় তরুণ ছেলেদের সঙ্গে বেশ ভালোই সখ্যতা তৈরি হয়েছে। ওরাও প্রতিনিয়ত মাঠে খেলাধুলা করে এবং মাঝে মাঝে আমার ছেলেকেও সঙ্গ দেয়। তাই তাদের সঙ্গে আন্তরিকতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
source
একদিন তো আমি ওদের প্রস্তাব দিয়েই বসলাম, সবাইকে নিয়ে ইফতার করার। যদিওবা ওরাও অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চেয়েছিল ইফতারে, তবে আমি ইচ্ছা করেই তা গ্রহণ করিনি । কেননা ওরা এমনিতেই ছোট মানুষ, ওদের জায়গা থেকে আসলে অর্থ সংগ্রহ করা কিছুটা কষ্টকর।
স্কুল-কলেজ জীবনে পড়ার সময়ে বহুবার বন্ধুদের সঙ্গে এমন সময় কাটিয়েছিলাম। তবে আজ তা শুধুই অতীত, তাই বর্তমান সময়ে এসে যখন এমন সুযোগ পেয়েছি, তাই সেটাকে সাদরে গ্রহণ করার চেষ্টা করেছি। ছেলেগুলোকে বলেছিলাম, পয়সার বিষয় নিয়ে খুব একটা ভাবতে হবে না, তোমরা শুধু ঠিকঠাক মতো আয়োজন করে যাও।
তরুণ ছেলেগুলোর ভিতরেও বেশ আগ্রহ কাজ করছিল, তারা নিজেরাই চেষ্টা করেছিল সবকিছু বন্দোবস্ত করার জন্য। সেই স্থানীয় বাজার থেকে ইফতারি ক্রয় করা, সেগুলোকে খাওয়ার জন্য প্রস্তুত করা এবং সঙ্গে শরবত বানানো। বেশ ভালই কষ্ট করতে হয়েছে ওদের।
ভিডিও লিংক
তাছাড়া মাঠের মধ্যে সবাই গোল হয়ে বসে যখন ইফতার করছিলাম, সেই মুহূর্তটা আসলেই বেশ আনন্দঘন ছিল। মুহূর্তেই মনে হয়েছিল যেন কলেজ জীবনে ফিরে গিয়েছিলাম, ফেলে আসা জীবনের কাটানো মুহূর্তের নতুন করে যেন স্বাদ পেলাম। বাবুও বেশ খুশি হয়েছিল।
সত্যি বলতে গেলে কি, খোলামেলা পরিবেশে এমনভাবে ইফতার করতে পেরে অনেকটাই ভালোলাগা কাজ করছিল নিজের মাঝে। আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে আপনাদের।
পরিশেষে একটা কথা বলতে চাই, তা হচ্ছে সবার ভিতরে আন্তরিকতার বন্ধন মজবুত হোক , ভালোবাসা ছড়িয়ে যাক সর্বত্র, এতোটুকুই চাওয়া।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
উন্মুক্ত ইফতারের এই সুন্দর অভিজ্ঞতা শুধু খাবার ভাগ করে নেওয়া নয়, বরং বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য মুহূর্ত। তরুণদের আগ্রহ, আয়োজনের আনন্দ, আর কলেজ জীবনের স্মৃতিচারণ সব মিলিয়ে সত্যিই হৃদয় ছোঁয়া! ভালোবাসা এমনভাবেই ছড়িয়ে পড়ুক শুভকামনা রইলো ধন্যবাদ ভাইয়া।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মন্তব্যের জন্য আপু।
ইফতারিতে সব ঠিক আছে!
এমন খোলামেলা পরিবেশে বসে সবার সাথে ইফতার করার মজাই আলাদা। সম্পূর্ণ ভিডিওটা বেশ উপভোগ করেছি ভাই। ওদেরকে দেখেই বুঝা যাচ্ছে ওরা খুব খুশি হয়েছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা সত্য, ওরা আসলেই বেশ খুশি হয়েছিল ভাই।
এমন খোলামেলা পরিবেশে ছোট ভাইদের নিয়ে ইফতার করার অনুভূতি সত্যিই খুব আনন্দের।এমন খোলা মাঠে ইফতার করার ইচ্ছে আমার ও আছে। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ছোট ভাইদের নিয়ে এবং বাবুকে নিয়ে বেশ ভালোই খোলামেলা পরিবেশে ইফতার আয়োজন করেছেন। আসলে এভাবে ছোটদের কে উৎসাহ দিলে তারা নিজেরা অনেক কিছুই শিখতে পারে। আর এভাবে আয়োজন করলেও তাদের মনে একটা প্রশান্তি কাজ করে। খুব ভালো লাগলো আপনাদের এত সুন্দর আয়োজন আর অনুভূতিগুলো পড়ে।