অফার মার্কেটিং পলিসি
গতকাল ঠিক বিকেল বেলার দিকে, হঠাৎ করে গ্রামীণফোন মেসেজ করেছে, তাতে স্পষ্ট লেখা যেহেতু আপনি জিপি স্টার কাস্টমার সেহেতু আপনি লোটো শোরুম থেকে স্টার কাস্টমার হিসেবে ১৫% ডিসকাউন্ট এবং ৫০০ টাকার গিফট ভাউচার পেয়েছেন।
মেসেজটা দেখার পরে কিছুটা সময় চুপ করে ছিলাম, কেননা দুদিন আগেই সবার জন্য কেনাকাটা করা হয়েছে, তারপরেও যখন এরকম একটা অফার হঠাৎই পেয়েছি, তাই সিদ্ধান্ত নিলাম আর যাইহোক অন্তত এবার নিজের জন্য কিছু কেনাকাটা করা দরকার।
ভিডিও লিংক
মোটামুটি সবই ছিল আমার, শুধু জুতা কেনা হয়েছিল না। তাই অবশেষে বাধ্য হয়ে বিকেল বেলার দিকে লোটো শোরুম এর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। প্রথমত জানার চেষ্টা করলাম আগত মেসেজ সম্পর্কে, তারা জানালো ব্যাপারটা সত্যি। তবে একটু কিন্তু আছে, সেটা হচ্ছে কমপক্ষে আড়াই হাজার টাকার উপরে কেনাকাটা করতে হবে, তাহলে অফারটি গ্রহণ করা যাবে।
এবার বুঝতে পারলাম আসল ঘটনা , সবকিছুই আসলে ব্যবসায়িক পলিসি। যেহেতু এতো দূর থেকে কষ্ট করে শোরুমে গিয়েছি, তাই ঘুরে ঘুরে প্রথমে দেখার চেষ্টা করলাম সাধ্যের মধ্যে কোন জুতা কেনা যায়। যেটাই পছন্দ হয় সেটাই সাধ্যের বাইরে। অতঃপর এক জোড়া জুতা পছন্দ করলাম, অফার গ্রহণ করার পরেও দুই হাজার টাকার কাছাকাছি দাম এসেছে।
কি আর করার, যেহেতু পছন্দ হয়েছে তাই সেটাই প্যাকেট করতে বললাম শোরুমের লোকদের। পৃথিবীতে সবাই ব্যবসা বোঝে, আমি মনে হয় খালি নির্বোধ থেকে গেলাম। বাসায় থেকে কি ভেবে এসেছিলাম আর শোরুমে বাস্তবে এসে কি ঘটল।
আসলে অফার মার্কেটিং পলিসি মনে হয় সম্ভবত এরকম,যা বুঝতে খানিকটা আমার দেরি হয়ে গিয়েছে। যাইহোক তারপরেও নিজের জন্য জুতা কেনা হয়েছে এটাই অনেক।
প্রতিটি অফার এবং ডিসকাউন্টের ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত, কারণ এর পিছনে অনেক লুকায়িত ব্যাপার থাকে যা হয়তো হুট করে আমরা খালি চোখে দেখতে পারিনা। শোরুমে আমার কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশাকরি ভালো লাগবে আপনাদের।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
গ্রামীণফোনের পক্ষ থেকে আপনার জন্য এটা ছিল দুর্দান্ত অফার এবং অনেক সুন্দর একটি সুযোগ। গ্রামীণফোনের আমিও জিপি স্টার কাস্টমার কিন্তু আমার জন্য কখনো এমন অফার আসে না এটা আমার জন্য দুঃখের বিষয়। তবে আপনার কেনাকাটা দুর্দান্ত ছিল আপনার জন্য শুভকামনা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জি ভাইয়া ঠিক বলেছেন এটা হচ্ছে এক ধরনের মেসেজ মার্কেটিং সিস্টেম। এরকমভাবে মার্কেটিং করে কাস্টমারদের আকৃষ্ট করে মার্কেটিং করে থাকে। যাই হোক আপনার তো জুতা কেনা হলো এটাই অনেক অফার নাইবা নিলেন।ভালো লাগলো আপনার কথাগুলো শুনে।
হুট করে দুটো হাজার টাকা চলে গেল, এটাও কিন্তু কম না। তবে এটা সত্য জুতার দরকার ছিল।
ব্যবসায়িক যে নতুন নতুন পলিসি সেগুলোতে আসলে কাস্টমারদের ঠকানোই তাদের মূল উদ্দেশ্য। অফারের নাম বলে তারা এমনভাবে কাস্টমার কে লোভ দেখাবে যে কাস্টমার বাধ্য হবে তাদের পলিসিটাকে মেইন্টেন করার জন্য।আর এক্ষেত্রে ব্যবসায়ীদেরই ভালো লাভ হয়। যাইহোক অবশেষে নিজের জন্য জুতা পছন্দ করে কিনে নিয়েছেন এটা দেখেই ভাল লাগছে।
অফার বলতে কিছু নাই, সব আসলে ব্যবসায়িক পলিসি, এখন বুঝতে পেরেছি আপু।
বাংলাদেশের ব্যবসায়ীরা কাস্টমারদের কে অফার দেওয়ার নাম করে ডাকাতি করে। আর সেই ডাকাতের পাল্লায় আপনি পড়েছিলেন। ৫০০ টাকার ডিসকাউন্ট এর জন্য দুই হাজার টাকা এক্সট্রা খরচ হল। যাই হোক এই উসিলায় আপনার পছন্দের এক জোড়া জুতা কেন হয়ে গেল। ধন্যবাদ।
এটা সত্য জুতা কেনা হয়েছে, তবে যেমনটা ভেবে বাসা থেকে বের হয়েছিলাম তেমনটা হয়নি। ওদের মার্কেটিং পলিসির কাছে ধরা খেয়ে গিয়েছি।
হ্যাঁ ভাই, আসলেই এটা একটা ভালো মেসেজ মার্কেটিং সিস্টেম, যা কাস্টমারদের আকৃষ্ট করতে অনেক কার্যকরী। তবে, আপনার জুতার কেনা সত্যিই চমৎকার ব্যাপার, অফার না পেলেও ভালো লাগলো। আপনার কথাগুলো বেশ চিন্তাশীল ছিল, শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
মেসেজ মার্কেটিং অনেক সময় সুখকর হয়, আবার অনেক সময় বেশ বিরক্তকর ব্যাপার হয়। তবে হ্যাঁ একজোড়া জুতার সত্যিই দরকার ছিল।
অফার দিয়েই তো তারা গ্রাহকদের আকৃষ্ট করে ভাই। অনেকে দেখবেন বাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও, শুধুমাত্র অফার পেয়েছে বলে অনেক কিছু কেনাকাটা করে থাকে। যাইহোক অফার পেয়ে কিন্তু ভালোই হয়েছে ভাই। কারণ এতে করে আপনার জুতা কেনা হয়ে গেলো। বেশ ভালো লাগলো ভিডিওটা দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও আসলে তাদের অফারে আকৃষ্ট হয়েই সেখানে গিয়েছিলাম ভাই।