ছুটির দিনের সকাল
আজকের দিনটা একটু ভিন্নভাবে শুরু হয়েছিল,এমনিতেই শুক্রবার তার ভিতরে ভোরবেলায় পাশের বাসার এক প্রতিবেশী এসেছিল, যার কারণে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল। যদিও আমার এত সকালে ওঠার অভ্যাস নেই, তবে তারপরেও আজ কিছুই করার ছিল না।
মূলত এই প্রতিবেশীগুলো শুধু নামেই প্রতিবেশী তবে কাজে কর্মে না। যেহেতু নতুন বাড়ি করেছি তাই একটু নিজেদের মতামত দিতে এসেছিল, সহজ কথায় ব্যাপারটা এমন বাড়িটা ঠিকঠাক মতো ভালোভাবে দেখে, তারপরেও একটু বাঁকা মতামত পোষণ করতে এসেছিল ।
সময়ের পরিক্রমায় প্রতিবেশীদের আচার-আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তারা আজকাল নামেই শুধুমাত্র প্রতিবেশী, তবে বাস্তবে নয়।
এই যে দেখুন না, কি পরিমাণ কষ্ট করে যে বাড়িটা করলাম তার কোন কিছুই সে জানতে চায়নি অথচ পুরো বাড়িটা ঘুরে দেখার পরে, মুখের উপর বলে ফেলল আরো কিছু কাজ করলে বাড়িটা আরো দেখতে সুন্দর হতো।
সকাল সকাল এমন কথা শুনে প্রফুল্ল মুখটা আমার কিছুটা চুপসে গিয়েছিল, তবে তারপরেও হাসি মুখে তাকে বললাম, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। ইচ্ছে আছে, হাতে টাকা পয়সা আসলে আরো কিছু কাজ করার।
দেখুন না, আমি আছি আমার জ্বালায় আর প্রতিবেশী এসে সকাল সকাল জ্ঞান দিতে শুরু করেছে।
আমি মনে করি, সে যে কথাগুলো বলেছে ভালোই বলেছে। কেননা তার আমার প্রতি আগ্রহ ছিল বিধায় সে নিজে এসেছিল আমাদের বাড়িতে এবং ঘুরে ঘুরে দেখেছে এবং তার মতামত দিয়েছে, মতামত তো সর্বদা আবার নিজের মতো হয় না, এটাও মানতে হবে।
যাইহোক যেহেতু সকাল বেলা ভদ্রলোক এসেছে, তাও ছুটির দিনে, তাই তাকে সকালবেলা খালি মুখে যেতে দিতে নারাজ আমি। অবশেষে তাকে নিয়ে সকালবেলা হালকা নাস্তা করলাম এবং তাকে বিদায় দিলাম।
দিনশেষে আসলে আমাদের কিছু স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, মানুষের কোন কিছু দেখলে দ্রুত সমালোচনা করে বসি। কে কোন সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে, তা বোঝার চেষ্টা করি না বরং দুটো কথা বলে দিতে পারলেই মনে হয় যেন প্রশান্তি পাই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতিবেশী আপনার বাড়ি বয়ে এসে যে কথাটা বলেছেন তার অন্তর্নিহিত অর্থটা কি আপনি বুঝেছেন? আসলে বাড়ি বলুন বা জায়গা কিনুন বা একটা গাড়ি কিনুন এই সমস্ত দৃশ্যমান জিনিস গুলো দেখে আপনার শুভাকাঙ্ক্ষী বা প্রতিবেশী সবারই মনের মধ্যে অল্পবিস্তর হিঙের চাষ হয়। কিন্তু ভদ্রতার খাতিরে সেটা তো আর সামনাসামনি দেখানো যায় না। তাই মিষ্টিমুখ করে এসে সকাল বেলায় খানিকটা তরকারিতে একটু বেশি পরিমাণ নুন ফেলার মত করে বলে গেলেন। হে হে হে৷ এখন হিঙের চাষ কি সেইটে খোলাখুলি আমি বলব না৷ আপনাকে বুঝে নিতে হবে৷
দারুণ বলেছেন কিন্তু, এজন্যই তার সঙ্গে কথা না বাড়িয়ে বরং ব্যাপারটা নিয়ে ব্লগ লিখে ফেললাম।
সমাজটা এরকমই ভাইয়া একেকজনের মতামত এক এক রকম হয়ে থাকে। যা কখনোই নিজের মতো করে হয় না। তবে এটাও মানতে হবে আপনার প্রতিবেশীর আপনার প্রতি একটু হলেও আকর্ষণ রয়েছে তাই নিজে থেকে এসে আপনার বাড়ির বিষয়ে ওরকম মন্তব্য করেছে। তবে হ্যাঁ এটা হচ্ছে গায়ে পড়ে ঝগড়া করার মত ব্যাপারটা হয়ে গেল। যাইহোক আমাদের উচিত এটাই যে কারোর বিষয়ে কোন কিছু বলার আগে তার বিষয়টা একবার হলেও ভেবে দেখা উচিত সে কোন পর্যায়ে আছে।
আমি আসলে তর্ক করতে পছন্দ করি না, তাই খুব ঠান্ডা মাথায় তাকে বিদায় দিয়েছি।
প্রতিবেশীরা অনেক সময় ঈর্ষাপরায়ণ হয় ভাই। তাই তারা বিভিন্ন রকমের মন্তব্য পোষণ করে। তবে এসব নিয়ে বেশি ভাবতে নেই। আপনি আপনার কাজ করবেন এবং নিজের মতো করে ভালো থাকবেন এটাই নিয়ম। অনেকে অনেক কথাই বলবে। কিন্তু সেসব কথা নিয়ে যত ভাববেন ততো মন খারাপ হবে।
এটা সত্য কথা নিয়ে ভাবলে খারাপ লাগে, তবে লিখতে কোন অসুবিধা নেই। তাই ঝটপট ব্লগ লিখে ফেললাম।
এগুলো মতামত না ভাই, বরং এগুলো হচ্ছে খোঁচা মারা। কিছু কিছু মানুষের স্বভাব এমনই। আপনি যদি বাড়িটা আরও সুন্দরভাবে করতেন, তবুও সেই লোক বলতো যে এটা করলে ভালো হতো,সেটা করলে ভালো হতো। সত্যি বলতে এই ধরনের মানুষজন আমার দুই চোখের বিষ। আপনি তো নাস্তা খেতে দিয়েছেন,আমি হলে বলতাম নিজের চরকায় তেল দেন। আসলে এসব দেখতে দেখতে আর ভালো লাগে না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
আসলেই ভাই সুবুদ্ধির উদয় হওয়া দরকার, অনেক কষ্ট করে সকালবেলা মেজাজ ঠান্ডা করেছিলাম।