রবিবারের আড্ডা - ৯৫ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১১ পর্ব

in আমার বাংলা ব্লগ2 months ago

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzmizaDdMHuVHLdwPsgwphnwUfdngGHXQ4QaVLr8M6zGgJsv8yRGTvZovavTxncwQLk9wKKD8YdHYtVgTQ.png

ব্যানার ক্রেডিটঃ @hafizullah

আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।

তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।

Capture.PNG

hgh.PNG

hffjjj.PNG

fsdfds.PNG

প্রথম অতিথিঃ @shimulakter
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমার বাবা ভীষণ সৌখিন মানুষ ছিলেন, তিনি শীতের সময় পুরো রুম ভর্তি কার্পেট এবং বাহির থেকে কম্বল নিয়ে আসতেন। আমাদের বাসায় পশুপাখি পোষা বাবা পছন্দ করতেন না। কেননা তারা বাড়িঘর নোংরা করে ফেলে। তবে আমি কম্বলে সন্তুষ্ট ছিলাম না, আমি লেপেই অভ্যস্ত ছিলাম। গত শীতে আব্বু ভালোই ছিলেন, আমাকে কয়দিন আগে থেকেই বারবার বলছিল বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু আমার পরীক্ষা ছিল, তাই পরীক্ষার পরে দুই তিন দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি আব্বু আমার জন্য একটা কমফোর্টার নিয়ে এসেছে। যাইহোক তখন আব্বু সুস্থ ছিল, তারপর তো অসুস্থ হয়ে গেল। তারপরের ঘটনা তো সবাই জানেন। আব্বুর স্মৃতি হিসেবেই এই লেখাটা লেখা। এখান থেকে তো লেখা মুছে যাবে না, তাই লিখে রেখেছি।

দ্বিতীয় অতিথিঃ @neelamsamanta
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ কিছুদিন আগে আমি একটা ব্রাশ পেন উপহার পেয়েছিলাম। আমার মূলত চিত্রাংকনের কোন একাডেমিক শিক্ষা নেই। তবে বহু আগেই আমি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করেছিলাম তখনোই তুলি ধরা শিখেছিলাম। সেখানে আমাদের কিছু বিষয় ব্রিফিং করা হয়েছিল। যেহেতু ডিজাইন নিয়ে কাজ করতাম তাই ধীরে ধীরেই, কিছু কিছু বিষয়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। তাছাড়া যেহেতু ব্রাশ পেনটা নতুন পেয়েছিলাম, তাই চেষ্টা করেছিলাম নিজের মতো করে আর্টটা করার জন্য। প্রায় দীর্ঘ সময় লেগেছিল আর্টটা করতে। যখন পোস্টটি ফিচার্ড হয়েছিল তখন ভীষণ খুশি হয়েছিলাম এবং যারা পোস্টটি পড়েছিল তারা কিছুটা হলেও আমার অনুভূতি বুঝতে পেরেছিল।

তৃতীয় অতিথিঃ @sabbirakib
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমাদের দেশে সবকিছুর দাম বাড়লেও, কিছুটা হলেও পরবর্তীতে সেগুলোর দাম কমে। তবে ওষুধের ক্ষেত্রে এমনটা লক্ষ্য করা যায় না। এটা শুধু বাড়তেই থাকে, কোন অবস্থাতেই কমে না। করোনাকালীন সময়ের পর থেকে এটা বেশ ভালোভাবে বুঝতে পারছি, যেহেতু আমি একটা ফার্মেসিতে কাজ করি, তাই বিষয়টা খুব কাছ থেকে খেয়াল করেছি। সব ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে, সেই প্যারাসিটামল থেকে শুরু করে হৃদরোগের ওষুধ কিংবা অন্যান্য যাবতীয় যে ওষুধগুলো আছে সবগুলোর দাম। কোনটার দাম যেন কমছে না, বিশেষ করে যারা রেগুলার ওষুধ কেনে বা যাদের প্রতিনিয়ত ওষুধ খেতে হয়, তাদের বেশ মোটা অংকের একটা টাকা চলে যায় এই ওষুধের পিছনে। তাছাড়া এতসবের মাঝেও ভেজাল ওষুধের বিষয়টা তো আছেই, তাই এসব দিক চিন্তাভাবনা করেই পোস্টটা লিখেছিলাম।

চতুর্থ অতিথিঃ @aongkon
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমি সিলেটে বেশ কয়েকবার ভ্রমণ করেছি। তাছাড়া বলতে গেলে পলিটেকনিকেলে পড়ার সময় কিংবা ঢাকায় এসে স্টিমিটে জয়েন হওয়ার পর থেকেই, ভ্রমণ করা আমার নেশায় পরিণত হয়েছে। এটা বেশ পুরনো একটা স্মৃতি, সেবার আমি আর আমার বন্ধু রাহুল মিলে সিলেটে গিয়েছিলাম। গুগল ম্যাপ ধরে যখন আমরা বিভিন্ন পর্যটন স্পটে যাচ্ছিলাম তখন একটু ঝামেলা পোহাতে হয়েছে। তারপরেও বাইক নিয়ে যেহেতু গিয়েছিলাম, বেশ কষ্ট করে হলেও গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। যখন পাহাড়ের উপরের উঠে চা বাগানের সৌন্দর্য দেখছিলাম তখন যেন কিছুটা হলেও দার্জিলিংয়ের ফিল পেয়েছিলাম। এ এক অন্যরকম অনুভূতি ছিল। আমি মনেকরি যদি প্রকৃত অর্থেই শান্তি পেতে চান, তাহলে চেষ্টা করুন প্রকৃতির কাছাকাছি যাওয়ার। আপনার যতই মন খারাপ থাকুক, তা এমনিতেই ভালো হয়ে যাবে। তাছাড়া মূলত এই পাহাড়টির মাটি লাল ছিল, যার কারণেই লাল পাহাড় নাম। এবারের অনুভূতির ঘটনা আমার দীর্ঘদিন মনে থাকবে। সেই চিন্তাধারা থেকেই এই পোস্টটা লিখেছিলাম।

অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।

Screenshot_20241202_015956_Chrome.jpg

asas.PNG

পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার

মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

ধন্যবাদ সবাইকে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 months ago 

রবিবারে আড্ডায় বেশ ভালো একটা সময় কাটিয়েছি।সত্যি ফিচার্ড পোস্ট গুলো দেখে ও তাদের পোস্টটের কারণ গুলো শোনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এবিবি ফিচার্ড পোষ্টের আড্ডায় আমার পোস্ট মনোনীত হয়েছিল এটা সত্যি আমার জন্য চমৎকার ব্যাপার ছিল। আর হ্যাংআউটের সবার সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আর আমার জন্মদিনের সবাই উইশ করেছে এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের ধন্যবাদ ভাই।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে আমার পোস্ট সিলেক্ট হওয়াতে রবিবারের আড্ডাতে নিজের অনুভূতি কিছু শেয়ার করেছিলাম।আশাকরি সবার ভালো লেগেছে।আমি নিজে ও কথা বলতে গিয়ে আবেগী হয়ে গিয়েছিলাম।

 2 months ago 

এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা খুবই চমৎকার একটি আয়োজন। তবে ব্যস্ততার কারণে আড্ডায় জয়েন্ট করতে পারিনি। আর অতিথিদের কথাগুলো আপনি এত সুন্দর করে লিখে উপস্থাপন করেছেন এটা দেখে অনেক ভালো লেগেছে ভাইয়া।

 2 months ago 

রবিবারের আড্ডায় ফিচার পোস্ট সিলেক্ট হওয়ার আলাদা আনন্দ রয়েছে। কারণ সেখানে এমন অনেক কথাই বলা যায় যা পোস্টে লেখা হয় না।এবার আমার পোস্ট সিলেক্ট হয়েছিল। আশাকরি সবার বেশ ভালো লেগেছে৷ আমারও ভালো লেগেছে কতজা বলে৷ ধন্যবাদ অনেক আমার পোস্টকে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

গতকালকের মুহূর্তটা অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম। এবিবি ফিচার্ড পোস্ট এর আড্ডা অনেক ভালো হয়েছে। সবাই পোষ্টের সম্পর্কে খুব সুন্দর ভাবে তুলে ধরেছিল। এত সুন্দর করে এটি সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া।

 2 months ago 

এবিবি ফিচারড পোস্ট আড্ডার মুহূর্তটা অনেক দারুন উপভোগ করেছি।অতিথিরা বেশ সুন্দর ভাবে তাদের পোস্ট সম্পর্কে বলেছেন।আপনি অনেক সুন্দর ভাবে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

 2 months ago 

এই সপ্তাহে এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা বেশ উপভোগ করেছি। অতিথিরা দারুণভাবে নিজেদের বাছাইকৃত ফিচার্ড পোস্ট সম্পর্কে আলোচনা করেছেন। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অনেক সুন্দর আপনি এবিবি ফিচার্ড পোস্ট আড্ডার মুহূর্তটা আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। খুবই সুন্দর করে সবাই পোষ্টের বিষয়ে কথা বলেছিল। অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম এই আড্ডায়। এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক বেশি।