আগন্তুক || @shy-fox 10% beneficiary
ইচ্ছে হয় তাই লিখি
কখনো কবিতা নতুবা স্মৃতিকথা
ইচ্ছেরা যদি পাখা মেলতে পারতো
হয়তো তাহলে দূর আকাশে
সাদা মেঘের ভেলায়
আমার ইচ্ছে গুলো ভেসে বেড়াত
কই আজও তো আমার ইচ্ছে মরেনি
এখনো জীবিত আছে
তবে মাঝে মাঝে উদিত হয়
আবার মাঝে মাঝে নিকষ কালো অন্ধকারে
ইচ্ছে গুলো ফিকে হয়ে যায়
জ্যোৎস্না ভরা রাত নতুবা অমাবস্যা
ইচ্ছেরা তো আর এসব বোঝে না
বোঝে শুধু আকাঙ্ক্ষা পূর্ণ হোক
হোক সেটা অমাবস্যা নতুবা জ্যোৎস্না ভরা সন্ধ্যা
জীবন প্রদীপ হাতে নিয়েও
কেউ কেউ তো বলেই ফেলে
আর একটু না হয় থেকে যাও পাশে
হয়তো তুমি চলে গেলে
প্রদীপটা এখনই নিভে যাবে
মায়া-কায়ার এই ছায়ায়
যে একবার পড়েছে
সে বুঝেছে সেই অন্তিম মুহূর্তগুলো
কতটা উষ্ণতাপূর্ণ
যা ধরা যায় না ছোঁয়া যায় না
শুধু মাঝে মাঝে অনুভব করতে হয়
বি:দ্র:
হয়তো এমন কিছু অনুভূতি কবির জীবনে থেকেই যায় । নতুবা কবি তার চিন্তাধারা থেকে লিখেই ফেলে । তবে যাইহোক সেই অনুভূতি কিন্তু মাঝে মাঝে বেশ জ্বালাতন করে ।
হুট করে যখন চার রাস্তার মোড়ে , মাথায় হাত দিয়ে বিড়বিড় করে সুট-বুট পড়া ভদ্রলোককে দেখেছিলাম , সেই চোখে চোখ রাখতেই মুহূর্তেই আমাকে বলে ফেলল । ভাই কেমন আছেন । আমি জানিনা এই ভদ্রলোক কে , কেনইবা তার সঙ্গে আজ আমার দেখা হল । পাশের যে ফলের দোকানদার ছিল , সে ইশারায় বলল তার মাথায় নাকি একটু সমস্যা আছে ।
পৃথিবীতে কে কোন সমস্যা নিয়ে ঘুরছে, এটা বলা বেশ মুশকিল । আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষেরই কম বেশি মাথায় একটু এলোমেলো ভাব আছে । তাকে ইশারা করে দেখিয়ে দেওয়ার কোন মানেই নেই । খুব নিচু সুরে বললাম, ভাইজান আমি ভালো আছি । অতঃপর সেই পরম হাসি ।
কি জানি, তার ইচ্ছাটা কি মরে গেছে নাকি বেঁচে আছে । তা তো তার কাছে শোনা হলো না , তবে হাসিটা দিয়ে পাশ কাটিয়ে যখন চলে গেল তখন বড্ড জানতে ইচ্ছে করছিল । এই অবেলায় কে ভাই তুমি , আমার ভালো থাকার খবর নিলে ।
একদিক থেকে অবশ্য ভালোই লেগেছিল । কারণ এ শহরটা যান্ত্রিক , এ কথাটা আমি বহুবার বলেছি । যেখানে কারো খোঁজ-খবর নেওয়ার কারো সময় নেই , হুট করে সেখানে কেউ যদি এসে বলে , ভাইজান কেমন আছেন । কথাটা শুনতে তখন যেন একপ্রকার আত্মতৃপ্তি পাওয়া যায় । যাক দিনশেষে তাও তো কেউ একজন খোঁজ-খবর নিয়েছে যে, আমি মানুষটা কেমন আছি ।
ঘটে যাওয়া মুহূর্ত-১৮ অক্টোবর
চার রাস্তার মোড়
সময়- আনুমানিক সন্ধ্যাবেলা
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলেই ব্যস্ত এই পৃথিবীতে কে বা কার খবর রাখে। সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। দিনশেষে কেও এমন ভাবে “কেমন আছি ’জানতে চাইলে অনুভুতিটা অন্যরকম হয়ে যায়।
এইটাই ভাই আমি হঠাৎই একটু অবাক হয়েছিলাম গতকালের ঘটনায় ।
আমার ও না তাই মনে হয়।আমার মনে হয় আমাদের কারো মাথায় বোধহয় একেবারে ১০০% ফ্রেশ নয়!নানান ঝামেলা নিয়েই হাসিমুখে দিন কাটাচ্ছি।
একদম ঠিক বলেছেন আপু । কেউ কোথাও পারফেক্ট না , সবারই একটু এলোমেল ভাব আছেই।
সত্যি ভাইয়া আমাদের জীবনের অনুভূতিগুলো হয়তো সারাক্ষণ উষ্ণতা ছড়ায়। মাঝে মাঝে উঁকি দিয়ে যায় এই হৃদয় মাঝে। কবিতার লাইন গুলো দারুন ছিল ভাইয়া। আসলে প্রত্যেকটি মানুষের মাঝেই আলাদা রকমের এক সত্তা বসত করে। ওই লোকটি হয়তো নিজের অনুভূতিগুলো ভিতরে পুষতে পুষতে আজ পাগল হয়েছে। তবুও তো এই যান্ত্রিক শহরে একজন অন্তত খোঁজ নিয়েছে যে আপনি ভালো আছেন কিনা। যারা স্বাভাবিক মানুষ তারাই বা কজন কার খোঁজ নেয়। দারুন লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।
ঠিকই বলেছেন ভাই আমাদের প্রত্যেকের মাথায় এলোমেলো চিন্তা ভাবনা আছে। যাইহোক আপনি আজকে খুবই সুন্দর কবিতা লিখেছেন কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো এবং রাস্তার সেই লোকটি আপনাকে দেখে বলল ভাই কেমন আছে। পাশের দোকানদার বলল যে তার মাথায় সমস্যা আছে। আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে। যাদের সমস্যাগুলো আমরা ঠিক ভাবে বিচার করি না। কেউ কেউ অনেক বড় সমস্যা রয়েছে। এটা আসলে জীবন। অন্যরকম অন্যরকম এক জগৎ। যাই হোক ভাল লাগল আপনার কবিতাটি।
শুভ দা প্রথমে আপনাকে একটি কথা বলতে চাই যেটা হলো আপনি যে দোকানের পাশে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলেন৷ যে ব্যক্তিটি আপনাকে বলেছে ভালো আছেন সে নিশ্চয়ই পাগল৷ যদিও বলাটা ঠিক হচ্ছে না তবে আর কি আমরা তো সবাই পাগল ৷তবে আর কি একটু অবাক লাগছিল যে মানুষগুলো ভালোর অভিনয় করে থাকে৷ সেগুলো তো কোনদিনও বলে না পাশে থাকা মানুষ গুলো কেমন. আছে৲৷ আর যে ব্যক্তি টা কিনা ভবঘুরে একজন চিনি না জানিনা ও সেই ভবঘুরে ব্যক্তি বলল ভাইজান কেমন আছেন ৷ তাহলে মানুষ জাত আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷ যেখানে বর্তমান কেউ কারো সুখ দুঃখের কথাতো দূরের কথা পাশে এসে একটুখানি কথা বলার সময় দেয় না ৷
তাহলে দিনশেষে আসল মানুষ কে সেই ভবঘুরে মানুষটিই৷
আর সত্যি বলতে আপনার লেখা প্রতিটি কথা
গুলোতে ছিল গভীর গভীর থেকে লুকিয়ে থাকা কিছু কথা ৷ যা আসলে মন থেকে উপলব্ধি করতে পারলেও সেটাকে প্রকাশ করা যেন কষ্টসাধ্য লাগে৷
এমনটাই তো আমিও ভাবি ভাই । ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
ভাইয়া, মানুষের ইচ্ছেগুলো কখনো মরে না কিছু বাস্তবতার কারণে ইচ্ছেগুলো অন্ধকারে নিমেষে হারিয়ে যায়। ভাইয়া, আপনি এত সুন্দর এত সুন্দর কবিতা লিখেছেন কবিতার প্রতিটা কথা মনকে ছুঁয়ে দিয়েছে।আসলে এটাই ঠিক যান্ত্রিক শহরে কে বা কার খবর রাখে যখন কেউ ভালো থাকার কথা জিগ্গেস করে সত্যি অনেক ভালো লাগে।ভাইয়া, আপনার লেখা কবিতাটা সত্যি সত্যি অনেক সুন্দর লেগেছে,মনের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ ভাইয়া💐💐
ইচ্ছে গুলোকে জীবিত রাখাই শ্রেয় এমনটাই তো প্রত্যাশা ব্যক্ত করি আপু ।
আসলেই ভাইয়া শহরটা অনেক যান্ত্রিক আপনার মুখ থেকে অনেকবারই শুনেছি কথাটা। এই অবহেলার শহরে যদি কেউ খোঁজ খবর নেয় আসলেই অনেক ভালো লাগে।
ছন্দের সাথে মিল রেখে বেশ সুন্দর কবিতাও আমাদের মাঝে উপহার দিয়েছেন। খুব ভালো লাগলো ভাই আপনার পোস্টটি ভিজিট করে। 🥰
ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য। আপনি যে কবিতাটি পড়েছেন এতেই খুশি ।
দিন শেষে আমরা সবাই পাগল ৷ হাজারও চিন্তা ভাবনা আর সমস্যা নিয়ে ঘুরি ৷ মাঝে মাঝে এমন পাগলের সাথে দেখা হয় , যারা চিনে না জানে না অথচ একটু মুচকি হাসি দিয়ে জানতে চায় আমরা কেমন আছি ৷ অথচ আশেপাশে হাজারও পরিচিত মানুষ আছে যারা পরিস্থিতি খারাপ থাকলে কথা বলতেও লজ্জা বোধ করে ৷ যাই হোক বেলা শেষে যদি হুট করে কেউ বলে , ভাইজান কেমন আছেন । কথাটা শুনে তখন সত্যিই আত্মতৃপ্তি পাওয়া যায় ৷
যান্ত্রিক এ শহরে কেউ কারো খোজঁ নিতে চায় না। সবাই ব্যস্ত থাকে নিজেকে নিয়ে। আশেপাশের প্রতিবেশীর খবর পর্যন্ত নেয় না। তবে হঠাৎ যখন বলে, "কেমন আছি" তখন যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে। ব্যস্ত শহরে এতটুকুই তো পাওয়া। এটাই কয়জনে জিজ্ঞেস করে! ভালো ছিল কথাগুলো ভাইয়া 🌼