রবিবারের আড্ডা - ৯১ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১০ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @shyamshundor
ভেরিফাইড সদস্যঃ আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃলিংক
মতামতঃ আমি মনে করি মূর্খ মানুষের থেকে শিক্ষিত মানুষরাই মাঝে মাঝে বেশি গোঁড়ামি করে। যেহেতু সমসাময়িক সময়ে আমি মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে HPV টিকার প্রদানের জন্য স্বেচ্ছাসেবক এর ভূমিকা পালন করছি, তাই বিভিন্ন কেন্দ্রে যখন টিকা দিতে গিয়েছি তখন এই অভিজ্ঞতা হয়েছে। সেদিন এক স্কুলে গিয়ে দেখলাম, অনেক ছাত্রীই অনুপস্থিত। তখন আমরা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, সে জানিয়ে দিল অভিভাবকরা নাকি কোথায় থেকে শুনেছে, এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখে আমেরিকা ফ্রী তে এই টিকা দিচ্ছে। যদিও মূর্খ মানুষদের আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম, তবে বেশি বেগ পেতে হয়েছিল শিক্ষিত অভিভাবকদের বুঝাতে। তাদের যুক্তির সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছিল না এবং তারা বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা বুঝতেও চাচ্ছিল না। এই ব্যাপারটা আমাকে বেশ আহত করেছিল, সেই চিন্তাধারা থেকেই পোস্টটা লেখা হয়েছিল।
দ্বিতীয় অতিথিঃ @narocky71
ভেরিফাইড সদস্য,আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃযেহেতু সেই সময় শরতের ফটোগ্রাফি প্রতিযোগিতা চলমান ছিল, তখন মূলত আমি ভেবেছিলাম কি ফটোগ্রাফি করব, সেই সময় বেশ ভালই কষ্ট করতে হয়েছিল ফটোগ্রাফির জন্য। কেননা সাবজেক্ট সিলেক্ট করা এবং সাবজেক্ট খুঁজে বের করা তারপর আবার সাবজেক্টের ভালো ছবি তোলা সব মিলিয়ে বলতে গেলে বেশ দারুণ পরিশ্রম করতে হয়েছিল। তাছাড়া যেহেতু আমি আর আমার ওয়াইফ দুজনেই ফটোগ্রাফি করতে গিয়েছিলাম, তাই ছোট বাচ্চাকে বাড়িতে অনেক কষ্ট করে ম্যানেজ করে রেখে যেতে হয়েছিল। বিশেষ করে শাপলা ফুলের ছবি তুলতে বেশ কষ্ট হয়েছিল, তাছাড়া কাশফুলের ছবি তুলতে যখন নদী এলাকায় গিয়েছিলাম, তখন নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন দেখে বেশ কষ্ট পেয়েছিলাম। কেননা নদীর বড্ড করুণ দশা হয়ে গিয়েছে।
তৃতীয় অতিথিঃ @bdwomen
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমি মূলত ছবি আঁকতে ভীষণ পছন্দ করি। আপনি যখন আমাকে ডাকছিলেন, তখনও আমি ছবি আঁকছিলাম। আমরা মূলত সব সময় কাগজের উপর ছবি আঁকি, তবে আমার বেশি ভালো লাগে ফেলে দেওয়া জিনিস কিংবা যে জিনিসটার প্রয়োজন নেই, সেই সবের উপর ছবি আঁকতে। এই কাঠের টুকরোটি আমি আমার বাবার বাড়িতে গিয়ে পেয়েছিলাম, ভেবেছিলাম এটা কে কোন কাজে লাগাবো, অতঃপর সেই চিন্তা ভাবনা থেকেই, এই কাজটি করা হয়েছিল। সর্বোপরি বলতে চাই আমি ছবি আঁকতে ভালোবাসি।
চতুর্থ অতিথিঃ @kausikchak123
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ "সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে" এ কথাটা আমরা সকলেই বলি, তবে কজন আমরা মানি সেটা বলুন তো। আমরা মানুষের উপকারের কথা ভেবে অনেক কথাই মুখে বলে থাকি, ভাগ্যিস মুখে কোন কিছু বলতে ট্যাক্স লাগে না। যদি ট্যাক্স লাগতো তাহলে বিষয়টা অন্যরকম হতো। সত্যিই আমরা মুখে বলার সময় অনেক কিছু বলে থাকি, তবে যদি বাস্তবে কাউকে পাশে পেতে চান, তাহলে দেখবেন যে কাউকেই পাশে পাবেন না। আমরা বলি মানুষ দিন দিন পশু হয়ে যাচ্ছে, তবে একটা বার ভেবে দেখুন তো, পশুরা কি দশ জন পশু মিলে একটা পশুকে হত্যা করছে, মোটেও এই বিষয়টা তাদের ভিতরে দেখা যায় না। আসলে আমরা পশুর থেকেও জঘন্য এবং পশু আমাদের থেকে ভালো আছে। আমরা অন্যের দুঃখ দেখলে হাসি, পাশবিক আনন্দ পাই। অন্যকে বিপদে ফেলানোর জন্য প্রতিনিয়ত আমরা প্রস্তুত থাকি। সব মিলিয়ে আমরা নষ্ট হয়ে গিয়েছি, এজন্য আমাদের সমাজে প্রতিনিয়ত অন্যায় কার্যক্রম হয়েই যাচ্ছে। সর্বোচ্চ শাস্তি দিয়েও মানুষকে থামানো যাচ্ছে না। এজন্য সত্যিই মানসিকতা পরিবর্তন খুবই জরুরী। মূলত এসবের ভিত্তিতেই এই পোস্টটা লেখা হয়েছিল।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা মানেই দারুন আয়োজন। সবাই মিলে দারুন ভাবে সময়টা উপভোগ করেছি। আর অতিথিরা নিজেদের পোস্ট সম্পর্কে সুন্দর করে তথ্যগুলো তুলে ধরেছেন। সব মিলিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি। খুবই ভালো লাগলো ভাইয়া এই পোস্ট দেখে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/sharifShuvo11/status/1853388988863898019?s=19
গতকালের রবিবারের আড্ডায় আমরা খুবই সুন্দর ভাবে সময় টি উপভোগ করছিলাম।আর বড় কথা আমি গতকাল রবিবারের আড্ডায় গীভ ওয়ে তে জিতেছিলাম। আড্ডার প্রতিটি অতিথি খুবই সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। বিশেষ করে কৌশিক ভাইয়ের কথা গুলো বেশ ভালো লেগেছে।
আমার কথা আপনার ভালো লেগেছে শুনে ভীষণ আনন্দ হল ভাই।
এটা সত্য কৌশিক দা বেশ ভালোই গুছিয়ে যৌক্তিক কথা বলেছিল ।
গতকাল রবিবারের আড্ডায় যুক্ত থেকে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। শ্যামসুন্দর ভাই থেকে শুরু করে আড্ডার যে সকল অতিথি ছিল সকলে বেশ তাদের পোস্ট সম্পর্কে সুন্দর আলোচনা করেছিল। আসলে নিজেদের পোস্ট সম্পর্কে নিজেরা যখন আলোচনা করে তখন শুনতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে শেয়ার করার জন্য।
গতকালকের আড্ডাটা সত্যি অনেক ভালো ছিল। আমাকেও গতকালকের আড্ডায় ডাকা হয়েছিল যার কারণে খুব ভালো লেগেছে। সব সময় ভালো কাজ করার জন্যই চেষ্টা করি, আর ভবিষ্যতেও করবো। অনেক অনেক ধন্যবাদ ভাই পুরোটা এতো সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করার জন্য।
আপনি ফটোগ্রাফি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছিলেন, তা বেশ তথ্যবহুল।
যদিও আমি রবিবারের আড্ডায় জয়েন করেছিলাম কিন্তু কিছুই শুনতে পারছিলাম না।অনেক বার বের হয়ে প্রবেশ করেছিলাম তবুও কিছুই শুনা যাচ্ছিল না। জানি না কেনো এমন হয়েছিল। তবে আজকের পোস্টের মাধ্যমে আমি সেই সুন্দর মুহূর্ত গুলোর অংশীদার হতে পারলাম।এই জন্য আমি ভীষণ খুশি।ধন্যবাদ ভাইয়া সুন্দর ভাবে পুরো শো টা উপস্থাপন করার জন্য।
রবিবারের আড্ডার সম্পূর্ণ ঘটনা ক্রম দারুন ভাবে ব্যাখ্যা করলেন এবং সকলের সামনে নিয়ে এলেন। যারা খুব প্রয়োজনীয়তায় এই অনুষ্ঠানে থাকতে পারেন না তাদের কাছে এই পোস্ট ভীষণ প্রয়োজনীয়। দারুন সুন্দর উপস্থাপনা। আমরা যা যা বলেছি তা খুব সুন্দর করে লিপিবদ্ধ করে দিলেন এক জায়গায়।
আমরা আপনাকে গতকাল অতিথি হিসেবে পেয়ে বেশ ভালই খুশি হয়েছিলাম। আপনার কথাগুলো বেশ যৌক্তিক ছিল।
প্রতি সপ্তাহে আমরা সুন্দর সুন্দর কিছু সময় কাটাই। তার মধ্যে রবিবারের আড্ডাটা আমার কাছে সব সময় সেরা মনে হয়। অতিথিদের কাছ থেকে তো দারুন দারুন কিছু তথ্য জানতে পারি বেশ আগ্রহ সহকারে শুনে থাকি। এবারের আড্ডাটি আমার কাছে খুবই ভালো লাগছিল। বিশেষ করে অনেক জন অতিথিদেরকে পেয়েছিলাম। রিপোর্টটি আবারও বিস্তারিত আপনার লেখার মাধ্যমে পড়তে পেরে খুবই ভালো লেগেছে।
যদিও রবিবারের আড্ডায় আমি জয়েন হতে পারিনি। তবে আপনার এত দারুন একটি রিপোর্ট পড়ে আড্ডা সম্পর্কে জেনে নিতে পারলাম।বেশ দারুণভাবে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।।