অভিমানের পাল্লা || @shy-fox 10% beneficiary
মাঝেমাঝে অতীতকে যখন খতিয়ে দেখি,
তখন শুধু নিজের কাছে হাসি পায়।
বয়স বাড়ছে দিন গড়িয়ে যাচ্ছে
বেড়ে যাচ্ছে শুধু মুহূর্তের ধারাবাহিকতা।।
যে জীবনটা একসময় গতিহীন ছিল,
সেখানে গতির স্রোত বইছে
পাল তোলা ডিঙ্গির মতো এদিক সেদিক ভেসে যাচ্ছি
জানি আমার লক্ষ্য কোথায়,
আমি তীরে ফিরবো তবে
মুহূর্তের ধারাবাহিক তখনো প্রবাহমান থাকবো।
অতঃপর যখন অতীত আমি খতিয়ে দেখবো
প্রবাহমান স্রোত তখন কেটে যাবে,
চেনা মুখ গুলোকে অচেনা লাগবে
হয়তো যার কথা রাখার কথা ছিল
সে হয়তো ভুলে গেছে বহু আগেই,
কিন্তু অতীত তা জানান দিচ্ছে বারবার।।
বেইমান কোথাকার, লজ্জাহীনের মতো চেয়ে আছিস
কি চাস আজ, সুবিধা নিতে আসছিস !
খতিয়ে দেখ অতীত , অভিনয়ের পর্দা সরিয়ে
আলো আসতেই, রুপ বদলাইছিস।।
ভুলিনাই আমি, ভুলবো না
হয়তো তোকে সহযোগিতা দিতে পারবো না,
তবে শূন্য হাতে যে ফিরিয়ে দিতে পারব
এটা কিন্তু নিঃসন্দেহে বলে দিতে পারি ।।
বিঃদ্রঃ
দেখুন জীবনে কখন কার পরিবর্তন আসবে, এটা বলা খুব মুশকিল। তাই এই ছোট্ট জীবনে চলার পথে কখনোই কারো সঙ্গে, কোনভাবে বিদ্রুপ আচরণ করা ঠিক না। হয়তো এতে অভিমানের পাল্লা ভারী হয়ে যেতে পারে।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এবং কবিতার মাঝে একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে সত্যিই আমরা যখন ছোট ছিলাম ছোটবেলা বিভিন্ন কাজ করতাম এবং সব বোকা বোকা কাজ করতাম আজ যখন সেগুলো মনে পড়ে খুব হাসি পায় আমি এগুলো করতাম ?আমি কিভাবে করেছিলাম এগুলো? কিন্তু দিন যত গিয়েছে আমাদের মাঝে ম্যাচিউরিটি তত বৃদ্ধি পেয়েছে। একটা সময় ভাবতাম কি করব কিভাবে করব কিন্তু এখন এসে এত কাজ করার সময় হয়না জীবন তার গতিতে ছুটছে তাল মিলাতে পারছিনা। আপনার জীবন সব সময় গতিময় হোক এই কামনাই করি ।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
ভাইয়া আপনার লেখা এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে অভিমানের পাল্লা ভারী হতে হতে এতটাই বেড়ে যায় যে সবকিছুই অচেনা হয়ে যায়। সময়ের সাথে সাথে সবাই যেমন বদলে যায় তেমনি আমাদের চিরচেনা মানুষগুলো তাদের রূপ বদলায়। ভালো সময় সবাই পাশে থাকতে চাই। কিন্তু জীবনের খারাপ সময় গুলোতে সবাই বড় স্বার্থপর হয়ে যায়। অতীত বড় কঠিন। অতীতের অভিমান গুলো কখনো ভোলা যায়না। আমাদের জীবনের ছোট ছোট কষ্ট গুলো জমা হতে হতে অভিমানের পাল্লা অনেক ভারী হয়ে যায়। যে অভিমানগুলো সারাজীবন মনের ভিতরে জায়গা করে নেয়। হয়তো সেই অভিমানগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। কখন কার জীবনে পরিবর্তন আসে সেটা বলা যায় না। তাই সব সময় অন্যকে বিদ্রুপ করা থেকে দূরে থাকা উচিত। আমাদের জীবনের গতিপথ পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন বদলে যায়। ভাইয়া আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
একদম ঠিক বলেছেন ভাই আপনি। আপনার কথাগুলোর সাথে আমি সহমত পোষণ করছি। আসলে এই জীবনে অনেক ঝড় ঝাপটা আসতে পারে কিংবা কারো সাথে একটু মনোমালিন্য হতেই পারে, তবে তাই বলে কারো সাথে কখনো হিংসা বা অহংকার করে কথা বলা মোটেও সমীচীন নয়। আমি তো মনে করি ক্ষণিকের এই জীবনে সকলের সাথে মিলেমিশে প্রতিটি পদক্ষেপ এগোনো উচিত।
আপনার কথা আমার সবসময়ই ভাল লাগে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো ভাইজান।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
আমাদের এই জীবন বড়ই বিচিত্র। জীবনের বয়ে চালা স্রোত সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বয়ে চলছে। সময় যেমন বদলে যাচ্ছে তেমনি চেনা মানুষগুলো বদলে যাচ্ছে। সময়ের গতি পথ যেমন আমাদের মানসিকতাকে বদলে দিচ্ছে তেমনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে সাহায্য করছে। দুঃখের সাথী সেই হতে পারে যে প্রকৃত বন্ধু। আর দুঃখের সময় যে ছেড়ে চলে যায় সে ছিল বন্ধু নামের শত্রু। পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যকে নিয়ে তিরস্কার করতে বেশি পছন্দ করে। হয়তোবা কখনো সামনে বা কখনো লোকচক্ষুর আড়ালে অন্য কারো সমালোচনা করতে ভালোবাসে। এই মানুষগুলোর জন্য আমাদের মনে অভিমানের পাল্লা ভারী হতে থাকে। কারণ তারা কখনো মানুষের মনকে বুঝতে পারেনা। যদি এই মনকে বুঝতে পারতো তাহলে হয়তো কষ্ট দিতে পারত না। কারো দেয়া কষ্টে কারো হৃদয় কাঁদে এই কথাটি সবাই জানে কিন্তু কেউ বুঝতে চায় না। কাছের মানুষগুলো থেকে যখন বেশি আঘাত পাওয়া যায় তখন সেই কষ্ট কখনো ভোলা যায়না। কাছের মানুষগুলোর থেকে পাওয়া বিন্দু পরিমান আঘাত পাহাড় সমান মনে হয়। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যে সময় গুলোতে কাছের মানুষের সহযোগিতা কামনা করি আমরা। কিন্তু সেই সময় যদি তারা তাদের আসল রূপ বদলে ফেলে এবং মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষটির চেহারা প্রকাশ করে এর চেয়ে কষ্টের আর কিছু থাকে না। তাই আমার মনে হয় তারাই প্রকৃত বন্ধু যারা সুসময়ে নয় দুঃসময়ে পাশে থেকে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
কবিতাটা দারুণ লিখেছেন ভাই। এবং একটা কথা একেবারে ঠিক বলেছেন যখন যেভাবেই হোক না কেন মানুষ জীবনে পরিবর্তন আসবেই।
এই চারটি লাইন আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে যেন একজন সাম্যর্থহীন মানুষের আত্মসমর্পণের দৃশ্য ফুটে উঠেছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
একদম সঠিক বলেছেন। কাউকে এভাবে ফিরিয়ে দিলে হয়তো অভিমানটা আরও বেড়ে যাবে। তাই আমাদের উচিত তাদের মাফ করে দেওয়া। যদিও অনেক সময় অভিমানটা এত বড় হয়ে যায় যেতে ক্ষমা করাটা অনেক কঠিন হয়ে পড়ে। তবে আমাদের ক্ষমা করে দেওয়াটাই উচিত।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
মানুষের জীবন এবং কি নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তবে বেইমান মানুষগুলো এক সময় ঠিকই ভাবে যে কার সাথে কি করলাম দেখে আফসোস করে। আপনি ঠিকই বলেছেন কোন দুর্বল মানুষের সাথে এমন ব্যবহার করা ঠিক নয় যাতে তার পরিবর্তনের দিন তার কাছে ছোট হতে হয়। আমার এমন কিছু অতীত আছে যেগুলো কথা মনে পড়লে খুব হাসি পায়। আমার হৃদয়ে গেঁথে রয়েছে সেই আঘাতের খতদাগ। কিন্তু যারা আঘাত গুলো দিয়েছে তারা ঠিকই ভুলে গিয়েছে। তারা এখন এমন ভাবে চলে মনে হয় যেন আগে-পরে তারাই আমার প্রিয় মানুষ ছিল। ভাবতেই কষ্ট লাগে মানুষ গুলো কেমন করে এরকম আচরণ করতে পারলো। আর এখন আসতে যেতে শুধু বাহ বাহ দিচ্ছে। আপনার পোষ্টটি মানুষের জীবনের কথাগুলো বলছে। যা সত্যি নিজের কাছে যেমন ভাল লাগছে এমন অতীত মনে করিয়ে দিচ্ছিন। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
ভাইয়া আপনার পোস্ট আমাকে কোন না কোন একটা শিক্ষা দিয়ে যাবেই। আমার সত্যিই খুব ভালো লাগে আপনার পোস্ট গুলোর মাধ্যমে কিছু শিখে থাকি। এইজন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।❤️🥰
আর শিক্ষা গ্রহণ করছি দেখে পারিশ্রমিক দিব না কিন্তু ভাইয়া হা-হা 😁😁
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
ভাইয়া আপনার পোস্ট গুলো পড়লে অনেক বেশি ভালো লাগে কারন আপনি বাস্তবতা তুলে ধরেন। ঠিক আজকেও আপনার পোস্ট পড়ে অনেক কিছুই শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।
শেষের কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ, তবে তা কতজন পালন করে থাকেন সেটি লক্ষণীয়।এখন জগৎটি খুবই স্বার্থনীয়।সত্যিই মানুষ পরিবর্তনশীল তার পারিপার্শ্বিক মানুষের জন্য, পরিবেশের জন্য।আর তাই চেনা মুখগুলো দ্রুত অচেনা হয়ে যায়।সুন্দর লিখেছেন,ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।