You are viewing a single comment's thread from:

RE: পরিবারের জন্য নতুন ফোন 🥰🥰।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি ২০০৯ সালে বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছিলাম । মডেল টি হচ্ছে নকিয়া ১২০৮ । সেই ফোন টি এখনও বাবা ব্যবহার করছে। সব থেকে মজার বিষয় হলো এই এত বছরে আমি কম করে হলেও ৩০ টি ফোন চেঞ্জ করেছি বিভিন্ন কারনে কিন্তু বাবার টা এখনও ঠিক একি রকম আছে। কিভাবে জানি না।আর ঐ যে বললেন এই ফোন কি চালাতে পারবে কিনা সত্যি তাই আমার বাবা এবং মা একি রকম কথা বলে।

আর বাবা বলছে, নতুন ফোন তো মনে হয় তোর জন্যই নিলি , দুই দিন পর তোর পুরোনো ফোন আমাদের দিয়ে বলবি যে নতুন টা আমি চালাই । কি আর বলি বলুন তো।

হা হা। মনে রাখবেন কিন্তু ওটা কিন্তু নেওয়া যাবে না। সুন্দর হয়েছে মোবাইল টি।

Sort:  
 3 years ago (edited)

কি বলবো দাদা, আমারও একই অবস্থা। বাবা বাবার বাটন ফোন গুলো এখনও অক্ষত আছে। এর মাঝে আমারও চার টে ইউজ করা হয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা।