RE: আত্মার টান || @shy-fox 10% beneficiary
এদের সবাইকে আমি চিনি, মনে হচ্ছিল সবাইকে একবার করে বুকে জড়িয়ে ধরি । সেই কতটা বছর পরে দেখা, আহা । কতো আবেগ কতো স্মৃতি, ভাবতেই যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল।
আমাদের জীবনে অনেক বন্ধু আসে এবং চলেও যায়। কিন্তু বাল্যকালের বা স্কুল জীবনের বন্ধুদের মতো কেউ হয়না। তাদের সাথে যে আত্মার সম্পর্ক তৈরি হয় তা কাউকে বলে বোঝানোর মত নয়। অনেক বছর পর দেখা হলেও তাদের প্রতি যে মায়া এবং ভালোবাসা থাকে তা একদম আগের মতোই থাকে। আসলে আপনার লেখাগুলো পড়ে বারবার নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছিল। অনেক দিন সবার সাথে দেখা হয় না। হয়তো সময় ও সুযোগের অভাবে দেখা হয়ে ওঠেনা। সবাই যে যার মতো ব্যস্ত জীবন পার করছে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনি আপনার পুরনো বন্ধুদের সাথে দেখা করেছেন এবং অনেক আনন্দের সময় কাটিয়েছেন। আপনার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। 💗💗
চলার পথে তো কত মানুষের সঙ্গেই দেখা হয় , পরিচয় হয় ।তবে বাল্যকালের পরিচিত মুখ গুলোর মত আসলে কোন মুখ চিরস্থায়ী হয়না ।