এটা ভীষণ সত্যি নিজের ঘর, নিজের বাসার মতো শান্তি অন্য কোন কিছুতে পাওয়া সম্ভব নয়।নিজের ঘরে থাকাটা আমার কাছেও খুব শান্তির।তবে পরিবারের এক দুজন মানুষ থাকেন তারা পরিবারের মধ্যে অশান্তি করার চেষ্টা করে।এতে কিন্তু পরিবার কিংবা ঘর নরকে পরিনত হয়।এটা কখনও করা উচিত নয়।ঘরের শান্তি বজায় রেখে চলা পরিবারের প্রতিটি সদস্যের উচিত।