আমাদের প্রয়োজন যেনো লেগেই থাকে আপু।তাইতো নানান সময় নানান কিছু কেনাকাটা আমাদেরকে করতে হয়।আপনি মেয়ের জন্য গাইড নিলেন।এরপর সবজি ও পছন্দ মতো কিনে নিয়েছেন।আমিও হাতের কাছে ভালো সবজি পেলে কিনে নিয়ে থাকি।এরপর খেজুরের গুড় ও কিনলেন।সবকিছু মিলিয়ে কেনাকাটা খুব ভালো ই করেছেন। যদিও সবকিছুর দাম বেশী। তারপরেও প্রয়োজন বলে কথা।অনেক ধন্যবাদ আপু কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।
জি আপু কেনাকাটা বেশ ভালোই করেছি, ধন্যবাদ আপনাকে।