আপু আপনি খুব বেশী ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসলে কমিউনিটির কাজ, এর মধ্যে কাজিনের বিয়ে একটু তো চাপ হবেই।বিয়েকে কেন্দ্র করে সবার কেনাকাটা বিশেষ করে ছোট বোনটির জন্য ম্যাচিং ম্যাচিং সবকিছুর জন্য তো বাড়তি সময়ের দরকার আছেই।সময় গুলো চাপের মধ্যে ও আনন্দময় কাটুক এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।