সুখের ও নাকি চোখের জল হয়।তবে আমার মনে হয় কারো চোখের জলই দেখার মতো নয়।চোখের জল মানুষের মধ্যে থাকা কষ্টের অনুভূতির প্রকাশ।মা-বাবার চোখের জল আরো বেশী যন্ত্রনাদায়ক।চাই না কখনো মা-বাবার চোখের জল আসুক।পৃথিবীর সকল মা-বাবা ভালো থাকুক। হাসি-আনন্দে থাকুক।আমরা সন্তানরা যেনো তাদের চোখের জলের কারন না হই।
যথার্থ বলেছেন আপু। তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর।