সময়টা খুব দ্রুতই চলে যাচ্ছে এটা আমার ও মনে হয় দিদি।আপনার মতো আমার ও এমন বান্ধবী আছে। বিবাহিত জীবনে সবাই আমরা দূরে। কিন্তু মাঝে মধ্যে ফোনে কথা হয়।কিন্তু দেখা হয়না বহু বছর।আপনি আপনার বান্ধবীর ছেলের জন্মদিনে খুব চমৎকার সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।এটা ভীষণ সত্যি সবকিছুর মধ্যে থেকে নিজের জন্য কিছু সময় বের করে নেওয়া ভীষণ জরুরী। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে কিন্তু সুন্দর লাগছে।🥰