কাছের আত্মীয় হলে বিয়েতে না গিয়ে সত্যি ই পারা যায় না।আর বিয়ে মানেই কেনাকাটা। ছোট বোনটি বিয়ে উপলক্ষে সবকিছুই নতুন নেবে এটা তো স্বাভাবিক আপু।ছোট মানুষ একটি ড্রেস পরের কোন অনুষ্ঠানে আবার পরবে সেটা ঠিক নয়।তাই বলেই তো নতুন চাই।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করেছেন। নতুন ভাবি আপনাদের সাথে যেনো মানিয়ে নিয়ে চলতে পারে তার জন্য দোয়া করি আপু।
এটাই মুশকিল আমার জন্যে।