ফ্রেমসহ ফুলগুলোর আর্টটি খুব সুন্দর হয়েছে আপু।আপনার মেয়ের মতো আমার ছেলেও আমার পাশে বসে ডাই পোস্ট গুলো করে।কাগজ দিয়ে কতো কিছুই না তৈরি করে।আপনি সময় কম বলে আজ অল্প সময়ে সুন্দর এই ফ্রেমসহ ফুলের আর্ট শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আর্টটি।আপনি পেইন্টিং কখনো করেননি। আশাকরি পেইন্টিং করলে তাতেও আপনি ভালো করবেন।ধন্যবাদ জানাই চমৎকার আর্টটি শেয়ার করার জন্য।