এক্সামের পর স্বস্তি মিলে তখন খাওয়া-দাওয়া করেও শান্তি।তবে কোন রেস্টুরেন্টে একবার মনের মতো খাবার না হলে আমরা সচরাচর সেখানে যেতে রাজি হইনা।আপনি ফ্রেন্ডদের কারনে গেলেন।আর খারাপ ধারনা বদলে ভালো ধারনা হলো তাদের খাবার বিষয়ে।যাক অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। সুন্দর সময় কাটিয়েছেন সেদিন তা অনুভব করলাম।