দাদা আপনি আজ চমৎকার একটি খেলা বিস্কুট দৌড় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনার ভিত্তিতে বিষয়টি তুলে ধরেছেন। এই খেলাটি আমি জীবনে একবার ই ছেলেবেলায় খেলেছিলাম।আজকে আপনার পোস্ট পড়ে মনে পরে গেলো।যদিও আমার হাত বাঁধার কারনে আমি পারিনি।আমার আগেই অন্যরা খেয়ে নিয়েছিল,হিহিহি।এই খেলার আনন্দ এখনকার বাচ্চারা কি করে বুঝবে।অনেক ভালো লাগলো দাদা আপনার পোস্ট পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।ভাল থাকবেন সব সময়।