তাল দিয়ে কখনো কেক খাওয়া হয়নি আমার।আপনি তাল দিয়ে আপু খুব সুন্দর একটি কেক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কেকটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল দেখে বুঝতে পারছি। নারিকেল দিয়েছেন এজন্য আরো বেশী সুস্বাদু হয়েছিল আশাকরি। অনেক ধন্যবাদ আপু চমৎকার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
তালের সিজনে এই কেকটি প্রায়ই খাওয়া হয়। বেশ মজা খেতে।তালের সিজনে একদিন ট্রাই করতে পারেন।ধন্যবাদ আপু।