সত্যি ই আপু মানুষের জীবনের গল্প একটি পোস্টে শেষ হবার নয়।আপনি অনেক চড়াই-উতরাই পার করে আজ এখানে।সবটাই পড়লাম।জানলাম অনেক কিছুই।আপনি অসুস্থ বেশ অনেকদিন।আশাকরি সব সময় ডাক্তারের পরামর্শ মতো চলবেন।সন্তানদের জন্য মা ছাড়া আপন কেউ নেই।পরিবারের জন্য সুস্থ হবেন।হতাশাকে কাছে আসতে দিবেন না।মনে আনন্দ আর সাহস রাখবেন।ইনশা আল্লাহ আল্লাহ ভালো কিছু রাখবেন আশাকরি।
জ্বি মানুষের জীবনের গল্প কখনো লিখে শেষ করা যাবে না।সত্যিই তাই আপু মা ছাড়া পৃথিবীতে সন্তানের জন্য আর কেউ আপন নয়।ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করি তারপরও কেনো জানি অসুস্থ হয়ে পড়ি বুঝি না।দোয়া করবেন আপু যাতে একটু হলে সুস্থ থাকতে পারি।পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।🙏❤️