You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ- ৩য় বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউট রিপোর্ট || ABB ‍Special Hangout Report (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ7 months ago

বর্ষপূর্তির বিশেষ হ্যাংআউটে তিন দিনব্যাপী অনুষ্ঠান হয়েছিল।তিনদিনই খুব বেশী ইনজয় করেছিলাম।তবে বেশী ভালো লেগেছে আমার ৩য় দিনে।কারন এই দিনটিতে বড় দাদা,এডমিন মডারেটর ভাইয়া ও আপুর গান,কবিতায় অনেক বেশী ভালো লেগেছিল।দাদার গান আমি ডাউনলোড করে রেখেছিলাম।ওই সময়টাতে আমি শুনতে পাইনি।পরের দিন শুনেছিলাম।আমার মনেই হয়নি গানটি দাদা গেয়েছেন।সত্যি দারুন লেগেছে গানটি।বছর ঘুরে আমরা আবার আনন্দ উল্লাসে মেতে উঠতে চাই।আল্লাহ সে পর্যন্ত নেক হায়াত দান করুন সবাইকে,আমিন।