লিচু আমার ছেলে ও খুব পছন্দ করে। খুব সুন্দর করে লিচুর জেলি করে ফেললেন আপু।আমি সকালে উঠে পোস্ট দেখে লিকার চা ভেবেছিলাম।আমি চা পাগল মানুষ তো।দেখেই খেতে ইচ্ছে করছিল।পরে পড়ে দেখলাম লিচুর জেলি।কালারটা খুব সুন্দর হয়েছে।আমিও এই রেডিমেড প্যাকেট এনে জেলি করি, কাস্টার্ডে দেয়ার জন্য। তবে কখনো লিচুরটা আনা হয়নি।খুব ভালো লাগলো আপু। আশাকরি আমি ও এনে বাসায় করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে।