দাদা কেমন আছেন, আশাকরি এই শীতে ভালো আছেন।সাবধানে থেকে শীতকে উপভোগ করবেন আশাকরি। আজ আপনার রেসিপিটি খুব লোভনীয় লাগছে। কিন্তু আমি কখনও কাঁকড়া খাইনি তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি বেশ মজার হয়। আপনি পালংশাকের অনেক পুষ্টিগুনের কথা এই রেসিপিতে তুলে ধরেছেন, জেনে বেশ ভাল লাগলো। আপনি রান্নাটি ধাপে ধাপে তুলে ধরেছেন,যা সবার জানতে সহজ হল। মজার রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।