দারুন দাদা খুব সুন্দর সময় কাটাচ্ছেন দেখে মনটা আমার ভরে গেলো।কতদিন এমন গ্রাম দেখা হয়না আমার। দিদিকে অনেক বেশি সাবলীল লাগছে। যেখানে যেমনটা মানায় ঠিক তেমন খুব ভাল লাগলো দেখে।গ্রাম হলো শান্তির আশ্রয়। বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এটা কিন্তু অনেক বড় পাওয়া দাদা। আমরা এটা থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।গ্রামের পথটি অনেক ভাল লেগেছে আমার।টিনটিন বাবু ও খুব আনন্দ পাচ্ছে জেনে ভাল লাগলো। আপনি বারবিকিউ খাবেন তাই হাঁটাহাঁটি করছেন।এমনিতেও কাজের মানুষ যারা তারা কিছু সময় বসে থাকলে মনে হয় অস্থির হয়ে যায়। আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেন এমনটাই আশাকরি। সবাই খুব ভাল থাকবেন,সাবধানে থাকবেন।সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।