শীত মানেই ব্যাড মিন্টন খেলা। আমরাও খেলতাম। তবে ভাই - বোনরা মিলে। আপনি যে তিনটা খেলার কথা বললেন তা আমি শহরে বসেও খেলেছি। অনেক ভাল লাগতো বৌছি,দাড়িয়াবান্ধা, গোল্লাছুট। ইস, সেই দিনগুলো মনে পরে গেল।আপনি যেমন অনুভূতিতে হারিয়ে গেলেন,আমিও পোস্ট পড়ে হারিয়ে গেলাম সেই দিনে। অনেক সুন্দর মুহুর্ত অতিবাহিত করেছেন জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
যাক মজাদার খেলাগুলো খেলেছে এমন কাউকে পাওয়া গেল।আহা কি দিন ছিল আগে। ভাবতেই আবেগ প্রবণ হয়ে যাই।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।