Diy পোস্ট --❣️ " দাদা-বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি "

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,আমার বাংলা ব্লগএর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।তবে আজকের ডাই পোস্টটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। কারন আমার আজকের ডাই পোস্টটি মূলত প্রিয় দুজন মানুষের আজ বিশেষ দিন বলে তাদের দুজনকে শুভেচ্ছা জানাতে আমার আজকের এই আয়োজন।প্রিয় মানুষ দুটো হলো আমাদের সবার প্রিয় বড় দাদা @rme আর @tanuja বৌদি.আজ দুজনের জীবনের একটি বিশেষ দিন।তাই দুজনকে শুভেচ্ছা জানাতেই আমার এই ডাই পোস্টটি আজ শেয়ার করা।আমি আশাকরি আমার পোস্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

রঙিন কাগজ ও ক্লে দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরিঃ


photocollage_2024124181248344.jpg

photocollage_20241241710948.jpg

photocollage_2024124171412707.jpg

বন্ধুরা,আজ বিশেষ দিনে আমি একটি শুভেচ্ছা কার্ড নিয়ে হাজির হলাম।দাদা আর বৌদি আমাদের শ্রদ্ধাভাজন।দুজন ই খুব ভালো মনের মানুষ।দুজন দুজনার জন্য একটি পারফেক্ট জুটি নিঃসন্দেহে বলা চলে।বৌদি আছে পাশে তাই দাদার জীবন আজ রঙিন।দুজন দুজনের জন্য ভালোবাসার একটি নিদর্শন আমাদের মাঝে।আমার আজকের এই কার্ডটি দাদা ও বৌদির জন্য।আশাকরি বিশেষ দিনের এই কার্ভটি ভালো লাগবে।আমি মন থেকে দোয়া করি সুখে-দুঃখে তারা দুজন একসাথে জীবন পার করবে।দুঃখ-কষ্ট তাদের কে যেনো না ছুঁতে পারে।সব সময় মঙ্গল কামনা করি।আজ বিবাহ বার্ষিকীর এই দিনে শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছি দুজনের জন্য।এই কার্ডটি তৈরি করতে আমি রঙিন কাগজ ও ক্লে ব্যবহার করেছি।এছাড়া আরো বেশকিছু উপকরন আমার লেগেছে।আসুন কার্ডটি তৈরি করে দেখানোর আগে আর বাকি উপকারনগুলো সহ তুলে ধরছি --

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.কলম
৪.ক্লে
৫.গ্লু

20241204_152734.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20241204_152800.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে দুভাজ করে নিলাম।

ধাপ-২



.

20241204_152919.jpg

20241204_152938.jpg

20241204_153029.jpg

এরপর আমি ক্লে দিয়ে ছোট ছোট গোল গোল করে বল বানিয়ে নিলাম।

ধাপ-৩


20241204_153104.jpg

20241204_153129.jpg

20241204_153157.jpg
এবার বল গুলো একসাথে করে ফুলের ডিজাইন করে নিলাম।

ধাপ-৪


20241204_153240.jpg

20241204_154202.jpg

এরপর এক এক করে সবগুলো ফুল আমি তৈরি করে নিলাম।

ধাপ-৫


20241204_154646.jpg

20241204_154904.jpg

20241204_155326.jpg

এবার গ্লু দিয়ে ফুল গুলো সব লাগিয়ে নিলাম। এরপর পাতা তৈরি করে সেটাও লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20241204_160334.jpg

20241204_160753.jpg

CollageMaker_202412417214876.jpg

এবার রঙিন কাগজ কেটে লাভ শেপ কাগজের মধ্যে শুভেচ্ছা লিখে নিলাম।

উপস্থাপনা


photocollage_2024124171412707.jpg

CollageMaker_2024124181043373.jpg

photocollage_20241241710948.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা রঙিন কাগজ ও ক্লে দিয়ে তৈরি কা শুভেচ্ছা কার্ডটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 last month 

দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা কার্ড অসাধারণ হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। দারুন একটি কার্ড তৈরি করে শেয়ার করেছেন আপনি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বাহ, অনেক সুন্দর বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কার্ড তৈরি করেছেন ‌আপু।ক্লে এবং কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার তৈরি করা এত সুন্দর একটি ডাই প্রোজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

বিবাহ বার্ষিকী উপলক্ষে চমৎকার সুন্দর একটি কার্ড করেছেন। বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 
 last month 

বাহ্ দারুন তো 😍
দাদা বৌদির বিবাহবার্ষিকী উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। এটা দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে। আর ক্লে দিয়ে এতো চমৎকার কার্ড তৈরি করা যায় সেটা ভাবাই যায় না।

 last month 

দাদা বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষে খুব সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই শুভেচ্ছা কার্ড তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। দাদা বৌদির জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last month 

শুভেচ্ছা কার্ড তৈরি দেখতে সুন্দর লাগতেছে। দাদা বৌদি দেখলে ভীষণ খুশি হবে। বিশেষ করে ক্লে দিয়ে তৈরি করা ফুল গুলো চমৎকার ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে। দাদা এবং বৌদির জন্য দোয়া এবং শুভ কামনা রইল।

 last month 

এই বিশেষ দিনটার মতোই প্রত্যেকটা দিন দাদা বৌদির সুন্দর কাটুক সেই কামনাই করছি। দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

সবুজ হার্ট শেপের মতো দাদা বৌদির জীবনও সবুজ হয়ে থাকুক। এই কামনা করি। ক্লে এবং কাগজের সমন্বয়ে বেশ সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়েছেন আপনি। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি দাদা বৌদির ওই সুন্দর শুভেচ্ছা বার্তা ভালোই লাগবে।