" " পবিত্র ওমরাহ হজ্জ পালন করে হাসবেন্ড ফিরে এলো " ❤️
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
পবিত্র ওমরাহ হজ্জ পালন করে হাসবেন্ড ফিরে এলোঃ
বন্ধুরা,প্রতিনিয়ত আপনাদের মাঝে না এলে ভালো লাগে না।আর সব সময় চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করার।প্রতিনিয়ত জীবনের নানা রকমের ঘটনা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে আরো বেশী ভালো লাগে।আজ তাই শেয়ার করবো লাইফ স্টাইল ব্লগ।এইতো গত ১০ তারিখে ওমরাহ হজ্জ পালন করতে হাসবেন্ড প্রথমে মদিনা ও পরে মক্কায় গিয়েছিলেন। সেই ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করে ছিলাম।গতকাল সাহারীর সময় হাসবেন্ড ওমরাহ হজ্জ পালন করে ফিরে এলেন।যদিও তার আসার কথা ছিল রাত ২ টার সময়।কিন্তু প্লেন ডিলে হওয়াতে বাসায় এসে পৌঁছাতে পেরেছেন ভোর ৪ টার সময়।
আমি ড্রাইভার ভাইকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছিলাম।তিনি গিয়ে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করে তবেই বাসায় ফিরেছেন।এম্নিতেই প্লেন ডিলে হয়েছিল।এরপর এয়ারপোর্টে এসে আমার হাসবেন্ডের লাগেজ পেয়ে গেলেও আমার ভাসুরের লাগেজ পেতে বেশ কিছুটা সময় লেগেছিল।মূলত এজন্য ই তাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর ৪ টা বেজে গিয়েছিল।এদিকে সাহারীর সময় ও হয়ে গিয়েছিল।তাই আম্মু আমাকে বলছিল আমি যাতে খাবার সব রেডি করে রাখি।তাই আমি আর দেরী না করে সব খাবার রেডি করে তাদের আসার অপেক্ষা করছিলাম।
আমার হাসবেন্ডের সাথে আমার ভাসুর আসবে তাই আমি রমজান থাকা সত্ত্বেও তাদের জন্য পোলাও রান্না করেছিলাম।এরপর চিলি চিকেন,ঝাল গোশত, কাতল মাছ ভুনা,ভাত,চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি,আম ডাল।এরপর তাদের জন্য দুধ আর কলা ও রেখেছিলাম।আমার এতো সব আয়োজনে ভাসুর খুব খুশী হয়েছেন।তিনি সাহারী শেষ করে নামাজ পড়েই বাড়িতে রওনা হয়েছিলেন।দুজনই আল্লাহর রহমতে সুস্থ আছেন।আল্লাহ তাদের দুজনের হজ্জ কবুল করে নিবেন এমনটাই চাওয়া আল্লাহর দরবারে।আমাদের প্রতিটি মুসলমান ভাই-বোনদের একটাই স্বপ্ন থাকে এই পবিত্র স্থানে একবার হলেও জীবনে যাওয়ার।সবার সেই মনের আশা আল্লাহ রাব্বুল আলামীন পূরণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এটাই চাই সব সময়।আপনাদের মাঝে নিজের কথাগুলো শেয়ার করে নিতে পেরে অনেক বেশী ভালো লাগলো। আশাকরি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার অনুভূতি গুলো।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পবিত্র ওমরাহ হজ্জ পালন করে আপনার হাসবেন্ড ফিরে এসেছে, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে জীবনে আমার ও ইচ্ছা আছে একবার হলেও পবিত্র মক্কা নগরীতে পা রাখা। আপনার হাসবেন্ড সুস্থ অবস্থায় ফিরে এসেছে, এটা বেশ ভালো। আমাদের ভাইয়ার দোয়া রইল।
অনেক অভিনন্দন আপনাকে।
ওমরাহ পালন করতে যাওয়ার পোস্ট আমি দেখেছিলাম। এবং ওমরাহ পালন শেষে ভাইয়ারা সুস্থ্যভাবে দেশে ফিরে এসেছেন জেনে বেশ ভালো লাগলো। আল্লাহ যেনো সকল সামর্থবান মুসলমানদের হজ্জ্ব পালনের তৌফিক দেন।
ধন্যবাদ আপু।
শুনে খুশি হলাম আপনার হাসবেন্ড এবং আপনার ভাসুর ওমরা পালন শেষে সুস্থ ও সুন্দরভাবে বাসায় ফিরে এসেছে। বাংলাদেশের এয়ারপোর্টে সব সময় একটু সময় বেশি লাগে। তবে আশা করা যাচ্ছে আগের তুলনায় এখন সেবা কিছুটা উন্নত হয়েছে। ধন্যবাদ।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
https://x.com/shimulakter002/status/1903163469618352416?t=SEGKRVI6Wf_hJRmoC3gGqg&s=19