আর্ট পোস্ট - 💦 " একটি ক্যানভাসে চারটি দৃশ্য পেইন্টিং "

in আমার বাংলা ব্লগ6 days ago

|

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।

একটি ক্যানভাসে চারটি দৃশ্য পেইন্টিংঃ


20241114_095342_0000.jpg

CollageMaker_20241114113434528.jpg

20241114_093117.jpg

বন্ধুরা,আজ বেশ অনেকদিন পর একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।প্রতিনিয়ত নানা ধরনের আর্ট আমি শেয়ার করে থাকি।আর্ট করতে যদিও ভীষন ভালো লাগে আমার।কিন্তু এখন সেই ইচ্ছা শক্তিটা আগের মতো নেই।মনের চঞ্চলতা আজ হারিয়ে ফেলেছি।মনে আনন্দ না থাকলে কোন ভালো কিছু হয় না।আশাকরি আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।মনে আনন্দ না থাকলেও অনেক সময় সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হয়।মনের কষ্ট মনে ঠিক জায়গা করে বসে থাকে।আমি চেষ্টা করবো নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে।সকাল হলে পরিবারের জন্য কখন কোন কাজটা করবো তা যেমন নির্ধারন করে ফেলি।ঠিক তখন পোস্ট কি শেয়ার করবো সেটা ও তখন ভাবনায় চলে আসে।আর তাই আজ ছেলেকে সকালে স্কুলে দিয়ে এসে ভাবলাম একটি পেইন্টিং করি।কিন্তু কাজটি করার ইচ্ছে পোষন করলেও আগ্রহ যেনো হচ্ছিল ই না।কিন্তু প্রয়োজন বলে কথা।প্রয়োজন কিন্তু কোন কিছুকে থামাতে পারে না।আর তাই অবশেষে আমি পেইন্টিংটি করে ই নিলাম।আসুন,পেইন্টিংটি দেখে নেয়ার আগে দেখে নেই এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২. পোস্টার রঙ
৩.স্কেল
৪.রঙ পেন্সিল

20241114_083821.jpg

20241114_083523.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20241114_083836.jpg

প্রথমে চার কোনা করে কেটে রাখা কাগজের টুকরোটিকে কালার পেন্সিল দিয়ে চারপাশে দাগ এঁকে নিলাম।

ধাপ -- ২


20241114_084825.jpg

20241114_085042.jpg

এরপর আমি একটি ঘরে রঙ দিয়ে পেইন্টিং করে নিলাম।

ধাপ -- ৩


20241114_085605.jpg

20241114_090951.jpg

এরপর একে একে সব ঘরগুলোর মাঝে রঙ করে নিলাম।

ধাপ -- ৪


20241114_091607.jpg

এরপর চাঁদ এঁকে নিলাম।

ধাপ -- ৫


20241114_092734.jpg

এরপর আমি একে একে চারটি ঘরেই পছন্দ মতো পেইন্টিং করে নিলাম।এরই মাঝে আমার পেইন্টিং শেষ হলো।খুব বেশী ভালো হয়নি।তবুও চেষ্টা করলাম।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

উপস্থাপনা


CollageMaker_20241114113434528.jpg

20241114_093117.jpg

20241114_092746.jpg

20241114_092734.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...kDi15WZZPbANXygF3SVKwZdVkuwRf1htbPVitjLviFeQQ5eKMhH7ZDZC5Zc1bZgHsniavKZa7QvEZdSVX1rP9UhKEvgek6idjzh2X6gci8Zajbp5FqmxK9TKBC.png

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 6 days ago 

চারটি দৃশ্যের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সৌন্দর্যময় এই পেইন্টিংটি করে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

ক্যানভাসে আঁকা এমন সুন্দর চিত্র দেখে ভালো লাগলো আমার। খুব সুন্দর ভাবে আপনি চারটা চিত্র অংকন করেছেন। যেন তুলির মাধ্যমে সুন্দর রূপ প্রদান করেছেন আপনি।

 6 days ago 

একই ক্যানভাসে বিভিন্ন রকমের দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। সবগুলো পেইন্টিং ভিষণ সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার আজকের আর্ট পোস্ট দেখে। প্র্যাকটিস করতে করতে এ বিষয়ে আরো দক্ষ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 6 days ago 

এই পেন্টিংটা আপনি অয়েলপ্যাস্টেলে করলে আরও ভালো হত বলে আমার ধারণা৷ সুন্দর একটা সিরিজ ভেবেছেন৷ চারটে ছবি কোন একটা ভাবনায় একই সুতোয় গাঁথা। যাকে সিরিজ বলা চলে। বিষয়টা খুবই ভালো৷ তবে কালোর স্ট্রোকগুলো আরও প্রমিনেন্ট হলে আরও ভালো হত।

 6 days ago 

জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে দক্ষতার সহকারে জল রং দিয়ে পেইন্টিং করেছেন। আপনার চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 6 days ago 

একটি ক্যানভাসে চার রকমের দৃশ্য পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করেছেন। পেন্টিং গুলো দারুন হয়েছে। চাঁদের সাথে সুন্দর রাতের দৃশ্য বেশ সুন্দরভাবে অঙ্কন করেছেন। সুন্দর পেইন্টিং গুলো অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

অনেক অস্থির একটা পেইন্টিং করেছেন আপনি আজকে। চারটি ভিন্ন রকমের দৃশ্যের পেইন্টিং দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পুরোটা তুলে ধরেছেন, আর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই সুন্দর দক্ষতা মূলক কাজটা দেখেই তো আমি জাস্ট মুগ্ধ। প্রতিনিয়ত যদি পেইন্টিং করার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো অনেক সুন্দর পেইন্টিং করতে পারবেন ইনশাল্লাহ।

 5 days ago 
 5 days ago 

আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আপু।একটি ক্যানভাসে চারটি দৃশ্য পেইন্টিং দেখতে অসাধারণ হয়েছে ।পেইন্টিংটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ।ধন্যবাদ আপু শুভকামনা রইল।