😔 " আজ অনেকদিন পর বাসায় ফেরা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।
আজ অনেকদিন পর বাসায় ফেরাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি মূলত ভ্রমন বিষয়ক।প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন অনুভূতির ব্লগ শেয়ার করার।আপনাদের ভালোবাসায় চেষ্টা করি অনুভূতি গুলো নিজের মতো করে শেয়ার করার।আজকের বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কিছু লিখে শেয়ার করছি।আজ অনেকদিন হয়েছিল বাড়িতে এসেছিলাম।বাড়িতে এসে অনেক সুন্দর সময় কাটিয়েছি।সবাইকে নিয়ে সুন্দর সময় কেটে গিয়েছে।নিজের বাসা ঢাকাতে যাব বলে খুব ভোরেই ঘুম ভেঙেছে আজ।পাখির কল কাকলিতে মুখরিত চারিপাশ।পাখির কিচির মিচির এমন করে শোনার সৌভাগ্য আসলে এখানে এসেই হয়েছে।সকালটা বেশ সুন্দর। আজ চলে যাব ঢাকায় তাই আশেপাশের সবাই কাল এসে দেখা করে গেছে।সবাই খুব মন খারাপ করেছে।আমি বলেছি ইনশা আল্লাহ আবার রোজার শেষে এসে এখানে সবাইকে নিয়ে ঈদ করবো।
সময় খুব দ্রুতই কেটে যায়।আমাদের বাস ছাড়ার সময় সকাল ৯ টায়।আমরা ঝালকাঠি থেকে এসি বাস সাকুরাতে টিকিট কেটেছিলাম।যথা সময়ে ই বাস ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।মনটা ভীষণ খারাপ লাগছিল কাল থেকেই।গ্রামে পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন নিয়ে সময়টা খুব ভালোই কেটেছিল।শহরের যান্ত্রিকতায় আবার ফিরে যেতে হবে প্রয়োজনের তাগিদে।নয়তো গ্রামই ভালো শহরের ইট-পাথরের দেয়ালের চাইতে।৯ টায় বাস তাই খুব সকালে ঘুম ভেঙে যাওয়াতে পোস্ট লিখতে বসে গেলাম।ঢাকা পৌঁছে তো অনেক কাজ জমে আছে।নিজের বাসায় ঢাকায় যাচ্ছি ঠিক ই কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে।কোথাও বেশীদিন থাকলে এই এক যন্ত্রণা।
আমরা সকাল ৮.৩০ মিনিটে বাসের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড খুব কাছেই।একটু আগে গিয়েছি কারন ছেলে সাইকেল নিয়ে এসেছিল।সেই সাইকেল নিতে একটু আগেই গেলাম বাস স্ট্যান্ড।এরপর সাইকেল ঠিক ঠাক মতো বাসে তুলে আমাদের লাগেজ গুলো তুলে আমরা আমাদের সিট খুঁজে বসে গেলাম।যথা সময়ে বাস ছেড়ে দিল।বাসায় পৌঁছাতে হয়তো বেলা ২ টা বাজতে পারে।সবার কাছে দোয়া চাইছি যেনো খুব সুন্দরভাবে নিজের বাসায় পৌঁছে যেতে পারি।আমি বেশকিছু ফটোগ্রাফি করেছিলাম আপনাদের জন্য। তাই শেয়ার করে নিলাম।
বাচ্চাদের আসলে গ্রাম ভালো লাগেনা।কারন তার স্কুলের ফ্রেন্ড সব ঢাকাতে।এখানে এসে খেলাধুলা করেছে অনেক।কিন্তু ফ্রেন্ডদেরকে খুব মিস করেছে। তাই ছেলের ভীষন আনন্দ ঢাকা যাওয়াতে।অন্যদিকে আমার মনটা বিষন্ন। গ্রামীণ সবুজ প্রকৃতি,পরিচিত সব মানুষদেরকে রেখে যেতে আমার খুব খারাপ লাগছে।মন খারাপ লাগলেও তো যেতে হবে।কি আর করার।খুব সুন্দর সময় কাটিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
বাস ছেডে দেয়ার কিছু সময়ের মধ্যে ই ছেলে আমার পাশে ঘুমিয়ে গেলো।আমিও বসে পোস্ট লেখা বাকিটুকু শেষ করলাম।আমি কখনো ভ্রমন পথে ঘুমাতে পারিনা।কেন পারিনা তা আমার জানা নেই।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে।নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব।
আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | ভ্রমন |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
গ্রামের প্রকৃতি বরাবর সবাইকেই ভালো লাগে। সেটা আপনি আপনার গ্রামের বাসায় গিয়ে ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদিও বা এখন প্রয়োজনের তাগিদে ঢাকায় অবস্থান করছেন। তবে আশা করছি রোজার শেষে ঈদ পুনরায় গ্রামে গিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একসাথে করতে পারবেন। সেই অনুভূতিটাও পড়ার অপেক্ষায় রইলাম আপু।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে।
আপনি ঠিক বলেছেন আপু দীর্ঘ দিন একই জায়গায় থাকলে সত্যি অন্য রকম মায়া লাগে। আর অনেক দিন পরে বাসায় গেলে কাজের অভাব নেই। যাইহোক ভালো ভাবে বাসায় পৌছাবেন এটাই আশাকরি। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু।
এটা একেবারেই ঠিক বলেছেন এক জায়গায় বেশি দিন থাকলে আসার সময় মন খারাপ হয়ে যায়। প্রকৃতিক পরিবেশে বেশ ভালো সময় কাটে। কিন্তু জীবনের তাগিদের নিজের কর্ম স্থলে ফিরে আসতেই হয়। বাসায় এসেইতো কাজে লেগে পরতে হবে। কত কাজ যে জমে থাকে তার হিসাব করা কঠিন। শুরু হলো কংক্রিট এর জীবন। দোয়া করি ভালোভাবে যেনো পৌছান।
ভালো ভাবেই পৌঁছে গেছি আপু।অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
গ্রাম থেকে শহরে ফেরার এই অনুভূতিগুলো সত্যিই হৃদয়ছোঁয়া। গ্রামের প্রকৃতি, আপন মানুষদের সান্নিধ্য ছেড়ে আসার কষ্টটা খুবই বাস্তব, বিশেষ করে যখন সেখানে এত সুন্দর সময় কাটানো হয়। আবার ছোটদের জন্য শহরই প্রিয়, বন্ধুদের টানটাই বড় হয়ে ওঠে! আপনার লেখার মধ্যে যে আবেগ আর বাস্তবতার ছোঁয়া রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সুন্দর ব্লগের জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।