লাইফ স্টাইল -- " পরিবারের সবাই মিলে একসাথে "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
পরিবারের সবাই মিলে একসাথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেবো লাইফ স্টাইল পোস্ট।মনের অনুভূতি গুলো আপনাদের কাছে প্রকাশ করতে না পারলে একদম ই ভালো লাগে না।তাইতো আজ হাজির হয়ে গেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো ছুটিতে বাড়িতে সবাই একসাথে গিয়ে আনন্দ অনুভূতি গুলো।পরিবারের সবাই মিলে বেশ কিছুদিন একসাথে থাকবো আর আনন্দ করবো।সেই অনুভূতি থেকে আজ কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।
আপনারা হয়তো অনেকেই জানেন আমার শ্বশুর-শ্বাশুড়ি আর বেঁচে নেই।আর ননদ-দেবররা সবাই দেশের বাইরে থাকেন।বাংলাদেশে আছেন আমার বড় ননদ ও ছোট দেবর।সবাই বলতে আমরা তিন পরিবার এখন একসাথে আছি।আর আনন্দ করছি।
আমি প্রায় চারদিন হয় শ্বশুরবাড়িতে এসেছি।আর আমার ছোট জা গতকাল সকালে এসেছে।এখন আমরা দুই পরিবার বাড়িতে।খুব হৈচৈ আর আনন্দ উদ্দীপনা নিয়ে আমরা একসাথে সময় কাটাচ্ছি।আমার শ্বশুরবাড়িতে বেশকিছু নারিকেল গাছ আছে।আজ সকালে আমার দেবর একটি ছেলেকে ডেকে এনে কিছু ডাব পারিয়েছিল।আমি ফটোগ্রাফি করার আগেই বেশকিছু ডাব খাওয়া হয়ে গিয়েছিল।পরে আছে তিনটা ডাব।এগুলো শেষ হলে কাল আবার গাছ থেকে ডাব পারা হবে।যে পরিমান গরম পরেছে তা আর কি বলবো।এই গরমে ডাবের সুমিষ্ট পানি মনকে শীতল করে দেয়।আর আমাদের আড্ডা হয় বসার ঘরে।সেই রুমের ফটোগ্রাফি কিছু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।এখানেই জমে উঠে আমাদের জমজমাট গল্প আর সেই সাথে খাওয়া-দাওয়া।
আমার শ্বাশুড়ি একটি চালতা গাছ ও লাগিয়েছিলেন।সেই গাছটিতে প্রচুর পরিমানে চালতা হয়।আমরা বাড়িতে তো সব সময় আসতে পারিনা।তাই গ্রামের মানুষজন গাছের চালতা এসে নিয়ে যায়।আমিতো টক ভীষণ পছন্দ করি তাই আমি ও গাছ থেকে কিছু চালতা আজ নিয়ে এসেছি।সবাই মিলে এই গরমে বসে চালতার আচার করে খাবো।সবাই মিলে খুব আনন্দ করছি।আর খাওয়া-দাওয়া ও হচ্ছে প্রচুর।বাচ্চারা আনন্দ করছে একসাথে।পূজোর ছুটিতে সবাই একসাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি।সেই সুন্দর কিছু অনুভূতি আজ শেয়ার করে নিলাম আপনাদের মাঝে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরন
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ক্যামেরা | Galaxy A16 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঝালকাঠী,বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।