"আমি হেরে যাইনি,বরং শিখছি "

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি জেনারেল পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

আমি হেরে যাইনি,বরং শিখছিঃ


IMG-20220430-WA0003.jpg

বন্ধুরা,আজ অনেকদিন পর একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে চলে এলাম। আজকের জেনারেল রাইটিং পোস্টের লেখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।আমি হেরে যাইনি বরং শিখছি*জীবন নানা গতিতে চলতে থাকে।কখনও সুখ কখনও বা দুঃখ।শুধু সুখ যেমন জীবনকে আঁকড়ে ধরে থাকে না।ঠিক তেমনি জীবনে দুঃখ ও ভর করে সব সময় থাকে না।জীবন দুভাবেই চলতে থাকে।

যখন জীবনে কষ্ট এসে ভর করে তখন কিছু মানুষ খুব বেশী আবেগী হয়ে জীবনটার প্রতি মায়া হারিয়ে ফেলে।নিজের জীবনের উজ্জ্বল দিক গুলো ভুলে গিয়ে কষ্টের অতলে ডুব দেয়।আর কিছু মানুষ আছেন যারা আবেগকে প্রশ্রয় না দিয়ে কষ্টের সময়টাতে ঘুরে দাঁড়ায়।মূলত তারাই এক সময় জয়ের মালা গলায় পরে।জীবনটা ফুলে বিছানো পথ নয়।জীবন খুব কষ্ট ও অনেক বেশি পরীক্ষার জায়গা।এখানে আমরা একের পর এক পরীক্ষা দিয়েই চলছি।কারো পরীক্ষা হয়তো কিছুটা সহজ। আবার কারো পরীক্ষা কিছুটা কঠিন।কিন্তু পরীক্ষা কিন্তু দিতেই হয় সবাইকে।

জীবনে চলার পথে প্রতিটি বাঁকে ই কিন্তু আমরা কিছু না কিছু শিখছি।যারা কষ্ট সইতে না পেরে কষ্ট কে মেনে নিয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়। সেই মানুষটি কিন্তু হেরেই গেলো কষ্টের কাছে।আর যে মানুষটি কষ্ট জীবনে আসবে জেনে কষ্টের কথা মনে রেখে কষ্ট থেকে পরিত্রাণ পেতে যেকোনো চেষ্টা চালিয়ে যায় তার কিন্তু হারার সম্ভাবনা নেই।সেই মানুষটি হারেনা,বরং সে শিখছে।কষ্ট থেকে পরিত্রাণের কাজ সে চালিয়ে যাচ্ছে বলে সে হারেনা,বরং শেখে।আমি মানুষটা ও কিন্তু এই পাল্লায় পরি।আমি যেকোনো কাজ বার বার করি যতক্ষনে কাজটি আমার মনের মতো না হয়।আমি কাজটি না পেরে হেরে গেছি তা মনে করি না।বরং হারার মাঝেও শিখছি এটা মনে করি।আর চেষ্টার মাত্রাটা বাড়িয়ে দেই।তাই আমি কখনো কোন কাজে হারিনি,বরং শিখছি।

কষ্টের সময়টাতে নিজেকে নানান কাজে এগিয়ে নিয়ে যাওয়া কষ্ট থেকে বাঁচার ই উপায়।তাই যারা কষ্টে ভেঙে না পরে যেকোনো শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারা কখনো হারে না,বরং শেখে।আমরা যদি ভেবে বসি আমাদের জীবনে এতো কষ্ট ও দুঃখ কেন?? আর কারো জীবনে কষ্ট ও দুঃখ নেই।তবে এটা একটি বড় ভুল।কষ্ট ও দুঃখ প্রতিটি মানুষের কাছে এসেই ধরা দেয়।তাই আমাদের উচিত কষ্ট কে ধরে বসে না থেকে কষ্ট ও দুঃখ থেকে পরিত্রাণের চেষ্টা চালিয়ে যাওয়া।আমরা কেউ ই হারতে চাইনা।বরং প্রতিটি বয়সে আমরা কিছুু না কিছু শিখে জীবনের প্রতিটি পথচলাকে গুরুত্বপূর্ণ করে তুলতে চাই।শেখার কোন সময় ও বয়স হয়না।তাই আমরা সবাই হেরে না গিয়ে শিখবো আরো অনেক কিছু।

দিনের শেষ আলোর দিকে তাকিয়ে আমরা একটাই আশাকরি আমাদের আগামীকালটি অনেক বেশী সুন্দর হোক।কিন্তু এর জন্য দরকার চেষ্টা। আর সেই চেষ্টার দ্বারাই সুন্দর একটি সকাল আমরা দেখবো মনেপ্রানে এই বিশ্বাসটুকু রাখবো।তাই কোন কাজ করে যদি আশানুরূপ ফল আমরা নাও ও পাই,আমরা হেরে গেছি এটা না ভেবে আমরা শিখছি এটা ভেবে আশ্বস্ত হবো।পরিশেষে এটাই বলতে চাই কোন কাজ ই বিফলে যায়না।কাজটি করার চেষ্টা চালিয়ে গেলে সফল একদিন ঠিকই হওয়া যায়।আর সফল হওয়ার মাঝের যে সময়টা সেটা হচ্ছে আমাদের শেখা।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিজেনারেল রাইটিং
প্রয়োজনীয় ডিভাইসSamsung
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn (1).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPevTU5NTSQzHgL5zSYnt68rsStiJH5A4yZ77c8SzM2SFu69Q4vMcFUnZB9J9W...qhHeHw7CSGe5LUj6MgaUeaGvdAYbyDfezm1c7tUTaak88fNLwQxcuNG1N2AC7TcLEcbk2tf5BmGxK54yj46WiUVh6WgtXykZ6P3VamT2KLdG1D95pLJeLbMKc.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে নতুন কিছু শিখি। আর নতুন কিছু শেখার মাধ্যমে নিজেকে নতুন ভাবে তৈরি করি। আপু আপনার লেখাগুলো পড়ে ভালো লেগেছে।