ভ্রমন পোস্ট - 🚎 " ঢাকায় ফেরা "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।

ঢাকায় ফেরাঃ


20250401_085000.jpg

বন্ধুরা,রমজানের ঈদ অর্থাৎ ঈদুল ফিতরের ঈদকে কেন্দ্র করে গত মাসের ২২ তারিখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।শেষের রমজান গুলো বাড়িতে কাটিয়ে ভালো ই লেগেছে। এরপর এলো ঈদ।এই ঈদকে কেন্দ্র করেই মূলত বাড়িতে যাওয়া।বাড়ির সব আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশীদের নিয়ে একত্রে ঈদ উৎসব উদযাপন করে ভীষণ ভালো লেগেছে এবার।তবে চাঁদ রাতের দিন খুব কষ্ট লেগেছিল বাবার জন্য। গত বছর ঈদুল ফিতর বাবার বাড়িতে সবার সাথে কাটিয়েছিলাম।খুব মিস করেছিলাম বাবাকে।আর আম্মু তো আমার সাথেই গিয়েছিল।

20250401_085012.jpg

বেশকিছুদিন রইলাম এবার শ্বশুরবাড়িতে ঈদ উপলক্ষে। যদিও আরো পরে ঢাকা আসতাম।কিন্তু ছেলের মিড টার্ম এক্সাম ১০ তারিখ থেকে।তাই আর দেরী করিনি।আর যেহেতু ঈদের পরের দিন তাই জ্যাম এখনো শুরু হবে না ভেবে আজই রওনা দিয়েছিলাম।আমাদের বাস ছিল সকাল ৯ টার সময়।আমরা ১০ মিনিট আগেই বাসে এসে বসেছিলাম।বাস যথা সম্ভব ৯ টার সময়ই ছেড়ে দিয়েছিল।বাসে উঠেই ছেলে আমার কোলে মাথা রেখে ঘুম দিল।আজকের জার্নিটা খুব আরামের ছিল।পথে কোন জ্যাম বা বিরক্তিকর কিছু ঘটেনি।ঢাকা পৌঁছে গেছি ১ টার কিছু পরে।ঢাকার রাস্তা ফাঁকা দেখে হেঁটে যেতে ইচ্ছে করছিল ভীষণ।আজ নিউ মার্কেটের অচেনা রুপ দেখে খুবই ভালো লাগলো।

20250401_085337.jpg

আমরা সকালে শুধু চা খেয়ে বের হয়েছিলাম।সত্যি কথা বলতে এতো সকালে কিছু খাওয়া যায় না।বাসে বসে বিস্কিট, কেক খেয়েছিলাম। আর সাথে পানি নিয়ে এসেছিলাম।এসি বাসে পানি খাওয়ার খুব একটা তাগিদ থাকে না।বাস থেকে নেমে সিএনজিতে উঠে আধা ঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে গেলাম।সায়েদাবাদ থেকে ধানমন্ডি ঝিগাতলা আধা ঘণ্টায় ভাবা যায় ?? কমপক্ষে ২ ঘন্টার বেশী সময় লাগে বাসায় পৌঁছাতে। তাইতো বললাম আজকের জার্নিটা ভালো ছিল।

20250401_085346.jpg

বাসায় এসে হেল্পিং হেন্ড কে ফোন দিলেও তাকে আজ পাইনি।দেখি হয়তো কাল আসবে।ঝটপট রান্না করে নিয়েছিলাম।আর বেশকিছু রান্না করা খাবার সাথে করে নিয়ে এসেছিলাম।তাই বেশী একটা ঝামেলা হয়নি।তবে আজকের ঢাকা ভীষণ ভালো লেগেছে।ঢাকা শহরটা এমন সব সময় থাকলে খুব ভালো হতো আমাদের জীবন।আজকের জার্নির অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে খুব ই ভালো লাগলো। আশাকরি আপনাদের কাছে ও ভালো লেগেছে আমার অনুভূতি গুলো।

আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png