DIY পোস্ট - ❣️ "ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি "

in আমার বাংলা ব্লগ4 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে ফুলদনি ও ফুল তৈরিঃ


20250717_115904.jpg

20250717_115918.jpg

20250717_120020.jpg

20250717_115912.jpg

20250717_115820.jpg

বন্ধুরা,আজ আমি আবার ও হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করার পোস্ট শেয়ার করে নেব।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করতে।আজকে আমি ডাই পোস্ট শেয়ার করে নেব।ডাই পোস্ট করার জন্য সময়ের দরকার হয়।যদিও এখন কিছুটা সময় পাচ্ছি তাই ডাই পোস্টের কাজ গুলো করা কিছুটা সহজ হয়েছে।আমার আজকের পোস্টটি হলো ক্লে দিয়ে ফুলদানী সহ ফুল তৈরি। এ ধরনের ডাই পোস্ট গুলো তৈরি করা হলে দেখতে খুবই সুন্দর হয়।আর এই ডাই দিয়ে ঘর ও সাজানো যায়।আর বাচ্চারা এ ধরনের জিনিসগুলো দিয়ে খেলতেও খুব পছন্দ করে।আজকের এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল আসুন আগে দেখে নেই--

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথপিক
৩.কার্ডবোর্ড

20250717_112518.jpg

ধাপ-১


20250717_112555.jpg

20250717_112850.jpg

আমি প্রথমে ক্লে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব।

ধাপ-২


20250717_113124.jpg

20250717_113534.jpg

20250717_114037.jpg

এরপর গোল গোল শেপ করে নিলাম। এবার কার্ডবোর্ডের চার কোনা টুকরোটির উপর একটি একটি ক্লেলের গোল শেপ গুলো বসিয়ে দিলাম।

ধাপ-৩


20250717_114345.jpg

আমার ফুলদানি তৈরি হয়ে যাওয়ার পর আমি মাঝে সবুজ ক্লে দিয়ে দিলাম।এবার ফুল বানানোর জন্য ক্লে নিলাম।

ধাপ-৪


20250717_114541.jpg

20250717_114656.jpg

এরপর আমি ক্লে দিয়ে গোল শেপ করে কেটে কেটে ডিজাইন করে নিলাম। এরপর ক্লে দিয়ে ছোট ছোট গোল গোল শেপ করে চারিদিকে আটকে নিলাম।

ধাপ-৫


20250717_114733.jpg

20250717_115128.jpg

এরপর আমি ফুলের পাপড়ি গুলোর মাঝে ভাজ ভাজ করে ডিজাইন করে নিলাম।একই ভাবে আমি তিনটি ফুল তৈরি করে নিলাম। এবার টুথপিকের মধ্যে ফুলগুলো গেঁথে নিলাম।

ধাপ-৬


20250717_115307.jpg

20250717_115443.jpg

এবার সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিলাম।

ধাপ-৭


20250717_115527.jpg

20250717_115703.jpg

এই ধাপে এসে পাতা গুলো ডালে আটকে ফুলদানীতে লাগিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেলো আমার ফুলদানি সহ ফুল তৈরি। কেমন লাগলো বন্ধুরা?ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


20250717_115949.jpg

20250717_115912.jpg

20250717_115904.jpg

20250717_115847.jpg

পোস্ট বিবরন


.

শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 4 days ago 

ক্লে দিয়ে তৈরি করা ফুলদানি সহ ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এ ফুলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। দেখতেও বেশ ভালো লাগে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে সত্যিই ভালো লাগলো আপু। দেখতে অনেক দুর্দান্ত হয়েছে। অনেক ভালো লেগেছে আপু।

 4 days ago 

সূর্যমুখী ফুল গুলো অনেক সুন্দর হয়েছে। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 4 days ago 

ক্লে দিয়ে এত ইউনিক ভাবে ফুল এবং ফুল ফুলদানি তৈরি করলেন দেখে বেশ ভালো লাগলো। এর আগে আমি নিজেও এরকম একটি ফুলদানি তৈরি করেছিলাম। আজকে আপনি আবার খুব সুন্দর করে ভিন্নরকম ভাবে তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো। এধরনের জিনিস এমনিতেও সবাই বেশ পছন্দ করে। দারুন লেগেছে আপনার তৈরি করা ফুলদানি।

 4 days ago 

ফুলদানি সহ ফুলগুলি অসম্ভব সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয় হয়েছে। ফুলদানিটি যেমন সুন্দর হয়েছে ফুলগুলি হয়েছে চমৎকার। এমন সুন্দর আপনার দক্ষতা দেখে ভীষণ ভালো লাগলো।

 3 days ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার তৈরি করা ফুলসহ ফুলদানি টি দারুণ হয়েছে। খুবই নিখুঁত হাতে কাজটি সম্পূর্ণ করেছেন।দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। এ ধরনের ফুলদানি সহ ফুল গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করা যায়৷ আর আজকে যেভাবে ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো একের পর এক চমৎকারভাবে শেয়ার করেছেন৷ এটি যখন শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন তা দেখে একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷