বাচ্চাদের বায়নার কারণে বাড়িতে পিজ্জা বানিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে যে কোন সুস্বাদু রেসিপি করতে বেশ খানিকটা ঝামেলা পোহাতে হয় কিন্তুু খেতে খুবই সাস্থ্যকর ও সুস্বাদু হয়ে থাকে।আপনার পিজ্জা রেসিপিটি ভীষণ লোভনীয় হয়েছে। বাচ্চারা মজা করে খেয়েছে দেখেই বুঝতে পারছি।অসাধারণ চমৎকার সুন্দর বানিয়েছেন আপু পিজ্জা টি।ধাপে ধাপে পিজ্জা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।