আলু,টমোটো,রুই মাছ দিয়ে চমৎকার সুন্দর করে রুই মাছের লোভনীয় রেসিপিটি করেছেন ভাইয়া। খুব চমৎকার কালার এসেছে রেসিপিটির। ভীষন সুস্বাদু হয়েছে খেতে তা বুঝতে পারছি।মাছের পিস গুলো দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি কতোটা ভালে হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।