সব মেয়েরাই শাড়ি পড়তে খুবই পছন্দ করে থাকে।মাসিমাও তার ব্যাতিক্রম নয়।আসলে কোথাও গেলে শাড়ি একটা দুটো পড়া হয় কিন্তুু আলমারি ফাকা করে না নিয়ে গেলে শান্তি লাগে না মনে আমাদের মেয়েদের মন এরকমই। শাড়ি গুলো কিন্তু ভীষণ সুন্দর। বোন তো ঠিকই বলেছে মায়ের গহনা শাড়ির অধিকার মেয়েদের হয় ছেলের বউকে ছেলে কিনে দেবে।আপনি লক্ষী ছেলের মতো মায়ের শাড়ি রোদে দিয়ে তা গুছিয়ে রাখলেন জেনে ভালো লাগলো।আসলে মায়ের এরকম সেবা সব সন্তানের করা উচিত।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।