আসলে পৃথিবীর মানুষ গুলো কেমন জানি সার্থপর হয়ে গেছে।মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না দেখেও না দেখার মতো থাকে।সত্যি মানুষের চোখ থাকিতে অন্ধের মতো ভুমিকা পালন করে।মানুষ মানুষের জন্য এরকম ধারনা সবার হলে পৃথিবীতে নিচু শ্রেনীর মানুষ আর অবহেলায় পতিত হবে না।বেশ ভালো লিখেছে। ভালো লাগলো বাস্তব কথা গুলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।