আহারে কতো কষ্ট পেয়ে মৃত্যুবরন করেছিলেন নানাটি নিজের গৃহপালিত মহিষের হাতে।রাগি মহিস কি নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আসলে শিং পেটে গেঁথে যাওয়ার কারণে ছোটানো সম্ভব হয়নি এবং নানাটি সেখাই মৃত্যুবরন করেছে। এরকম মৃত্যু কোন পরম শত্রুর ও না হোক সেই কামনা করি।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ বেশ কঠিন একটা মৃত্যু।