আসলে পৃথিবীতে কতো প্রকার চোর রয়েছে তা না শুনলে বোঝা যায় না।যেমন আজকে আপনার চোরের ঘটনাটি শুনে সতর্ক হতে পারবো এরকম যদি রান্না করতে দেই কখনো।আপনারা এক কেজি মুরগির মাংস রান্না করতে দিয়েছেন জন্য ধরতে পেরেছেন। যারা অনেক মাংস রান্না করতে দেয় তাদের তো অবস্থা খারাপ করেন।আর নুন চাখতে লেগ পিস, কলিজা,গলারও বুকের মাং খেয়ে ফেলেছে হাস্যকর কথা।সত্যি ঠিক চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা।গল্পটি পড়ে কতো প্রকার চোর হতে পারে তা বুঝতে পেলাম।
ঠিকই বলেছেন দিদি, আসলে না দেখলে আমরাও এই চোরগুলোর সম্পর্কে কখনো বুঝতেই পারতাম না। যাইহোক,ধন্যবাদ আপনাকে।