একদম ঠিক কথা গুলোই তুলে ধরেছেন আপনি।আসলে পৃথিবীতে ভালো মানুষের বড্ড অভাব এবং মানুষ চেনা অনেক কঠিন। বছরের পর বছর মেশার পরেও বোঝা যায় না মানুষের মন।আসলে বিপদে যারা পাশে থাকে তারাই একমাত্র বন্ধু। বাবা,মা ছারা সত্যি সন্তান বড়ো অসহায়। বাবা,মাকে মন খুলে সব বলা যায়।আর সহধর্মিণী যদি সেও খারাপও হয় তো জীবনটাই বরবাদ। খুব ভালো লাগলো কথা গুলো।ধন্যবাদ বাস্তব কথা গুলো পোস্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।