না পাওয়ার জন্য কখনো হতাস হতে নেই কারণ আপনার যা আছে আর একজনের তা নেই।সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেন না।কোন না কোন ভাবে অপূর্ণতা রাখে কারণ নইলে সৃষ্টি কর্তাকে ভুলে যাবে মানুষ। খুব সুন্দর কথা বলেছেন আপনি যে আমাদের যা আছে তাই নিয়ে যেন সন্তুষ্ট ও সুন্দর ভাবে বেঁচে থাকতে পারি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।