You are viewing a single comment's thread from:

RE: একদিন পুকুর পাহারা দেওয়ার গল্প

in আমার বাংলা ব্লগlast year

রাত জেগে মাছ পাহারা দেয়া,অন্ধকার আকাশে ঘুড়ি ওরানোর দৃশ্য, ফোনে মেসেনজারে ছেলে মেয়েদের অশ্লীল কপোতকথন করার কারণে তাদেরকে ভয় দেখিয়ে সঠিক পথে আনার চেষ্টা সব মিলিয়ে অসাধারণ পোস্ট ভাইয়া।আমার বাবার বাড়িতেও অনেক বড়ো পুকুর আছে আর রাতে লোক রেখে পাহারা দেয়।আর পুকুর পাড়ে একটি ঘর আছে মাছ পাহাড়া দেয়ার জন্য আমরা সেই ঘরকে মাছের ঘর বলে থাকি।তবে অনেক রিক্সা এভাবে আপনার মাছ পাহারা দেয়াটা ছিলো।কারণ পরিচিত চোর বেশি ভয়ংকর হয়।পরিচিত চোরদের হাতে প্রাণ নাশের ভয় থাকে বেশি। কারন পরিচিত চোর মনে করে যে এই তো আমাকে চিনে ফেলেছে হয়তো সবাইকে বলে দেবে এই ভয়ে তারা খুন করতেও পিছু পা হয় না।ভাগ্যিস আপনার তেমন কিছু হয় নি ঠিক বলেছেন চোরদের সাথে খারাপ আচরন করলে বিষ দিয়ে পুরা মাছ মেরে দিতে পারো।এমন ঘটনা অহরহই ঘটছে।ধন্যবাদ

Sort:  
 last year 

এই জন্য তো চোরদের কিছু বলা যায় না