চিল হাঁসের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো চিল হাঁসের সুন্দর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
চিল হাঁস খুবই সুন্দর দেখতে।চিল হাঁসের সাথে পরিচিত হই আমি খাগড়াছড়ি থাকাকালীন। খাগড়াছড়ি যেহেতু পাহাড়ি এলাকা এবং জলাশয় কম তাই সেখানে একদমই পাতি হাঁস পালন হয় না এবং পাতি হাঁস পালনের কোন পরিবেশ নেই আর সেজন্য চিল হাঁস পালন করে অনেকেই। আমি যেহেতু মুরগির ডিম খাই না আর হাঁসের ডিম একদমই পাওয়া যাচ্ছিল না তাই বাসায় ভিক্ষা করতে আসতো যারা তাদের কে বলে রাখতাম ডিম এনে দিতে আর তারা তখন চিল হাঁসের ডিম এনে দিতেন তাই খেতাম।হাঁসের মাংস আমার খুবই পছন্দ তাই চিল হাঁস কিনে খাওয়া হতো।
আমার ভাই একবার গিয়েছিল খাগড়াছড়ি আর তখন তাকে চিল হাঁসের মাংস খাইয়ে ছিলাম আর তারপর ভাই চিল হাঁসের প্রেমে পড়ে যায় এবং বাড়িতে চিল হাঁস পালন শুরু করে আর সেই থেকে আমাদের বাড়িতে অনেক চিল হাঁস রয়েছে এবং মাঝে মাঝে চিল হাঁসের মাংস খাওয়া হয়।চিল হাঁসের মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে।কোষ কোষ মাংস ঠিক খাসির মাংসের মতো।
কিছু দিন আগে বাড়িতে গিয়েছিলাম আর তখন হঠাৎ দেখলাম চিল হাঁস গুলো শুয়ে রেষ্ট নিচ্ছে তাই ফটোগ্রাফি করে নিলাম।চিল হাঁস জলে একদমই কম নামে।পাতি হাঁস যেমন জলে থাকে সারাক্ষণ কিন্তুু চিল হাঁস জলে শুধু দু একবার নামে স্নান করার জন্য আর বাকি সময় উপরেই ঘুরে বেড়ায় এবং শুয়ে থাকে।চিল হাঁস গাছের পাতা, ঘাস,পোকামাকড় এসব খেয়ে থাকে তবে চিল হাঁস পরিমাণ খুবই কম খাবার খেয়ে থাকে।
মেয়ে চিল হাঁস দেখতে পাতি হাঁসের মতোই ছোট হলেও পুরুষ চিল হাঁস অনেক বড়ো সাইজের হয়ে থাকে।একটি চিল হাঁস থেকে তিন থেকে সারে তিন কেজি মাংস পাওয়া যায়।
চিল হাঁসের শরীরে লোম গুলো ময়ুরের পাখার মতো চকচক করে জলে।সব চিল হাঁস দেখতে একই রকমের হয়ে থাকে। ফটোগ্রাফি গুলো ছোট চিল হাঁস জন্য চুপচাপ মিলেমিশে বসে থাকে এক সাথে কিন্তুু একটু বড়ো হলেই প্রচুর মারামারি করে এরা।তবে মেয়ে হাঁস মারামারি করে না কিন্তুু পুরুষ চিল হাঁস প্রচুর পরিমাণ মারামারি করে থাকে।
এখন আমি বড়ো পুরুষ চিল হাঁসের মারামারি ভিডিও শেয়ার করবো।এতো পরিমাণ মারামারি করে যে কেউ হার মানে না।হাড্ডা হাড্ডি লড়াই করে চলে তাঁরা তো চলুন দেখা যাক দুটি পুরুষ চিল হাঁসের লড়াইয়ের ভিডিওগ্রাফি।
ভিডিওলিংক
এই ছিলো আমার আজকের সুন্দর চিল হাঁসের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোষ্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
এই হাঁসগুলোকে আমাদের এলাকায় চিনি হাঁস বলা হয়। চিনি হাঁস দেখতে অনেক সুন্দর আর এরা পানিতে নামে না। দেখতে অনেক সুন্দর লাগে এই হাঁসগুলোকে।
আপনি দেখছি খুব সুন্দর করে চিল হাঁসের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। তবে এই চিল হাঁসকে আমরা আমাদের এদিকে সিনা হাঁস বলি। তবে এই হাঁসের মাংস খেতে যেমন ভালো লাগে এবং লালন পালন করতে ভালো লাগে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে।
আসলে এই ধরনের হাস গুলো উড়ে উড়ে বেড়ায়। আমাদের বাসায় এই হাস গুলো রয়েছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিল হাঁসের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে চিল হাসের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারলাম।
আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে এই চিল হাঁস গুলো প্রথমবার দেখলাম আপু। এবং এই হাঁস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপু চিল হাঁসের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি শেয়ার করার জন্য।