গাছও ঝড়া পাতার দৃশ্য ক্লে ওয়ালমেট ❤️

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250219_171907.jpg

IMG_20250219_171854.jpg

IMG_20250219_171302.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো একটি গাছ ও গাছ থেকে ঝড়ে পড়া পাতার দৃশ্য ক্লে ওয়ালমেট তৈরি পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বসন্ত এসে গেছে। বসন্তে যেমন গাছে গাছে ফুলে ফুলে ভারিয়ে দেয় তেমনি গাছের পাতাও ঝড়ে পড়া শুরু করে।

চিরহরিৎ গাছের পাতা সব ঝড়ে। বয়স বাড়া এবং ঝরার সাথে সাথে সারা বছর ধরে নতুন পাতা প্রতিস্থাপন করে। অন্যদিকে ঋতুগতভাবে শুষ্ক জলবায়ুর প্রজাতিগুলো হয় চিরহরিৎ।যাই হোক না কেন এই সময় পাতা প্রচুর ঝড়ে পড়ে আর আমি সেজন্যই মূলত গাছের ও ঝড়ে পড়া পাতার দৃশ্য বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে।

তো চলুন দেখা যাক কেমন বানানো পদ্ধতি

IMG_20250215_190521.png

কার্ডবোর্ড
আঠা
ক্লে
রং

PhotoCollage_1739960724594.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি কার্ডবোডে আঠা লাগিয়ে নিয়েছি ও রঙ্গিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি খুব ভালো করে।

PhotoCollage_1739960724594.jpg

দ্বিতীয় ধাপ

এখন ব্রাউন কালারের ক্লে দিয়ে গাছ বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1739962776570.jpg

তৃতীয় ধাপ

এখন গাছের ডাল গুলো বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1739962933001.jpg

চতুর্থ ধাপ

এখন গাছ ও গাছের ডালে ক্লে টুলস দিয়ে গাছের বাকল বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1739963093049.jpg

পঞ্চম ধাপ

এখন গাছের ডালে ডালে গাছের পাতা বানিয়ে লাগিয়ে নিয়েছি।

PhotoCollage_1739963277662.jpg

ষষ্ঠ ধাপ

সব গুলো গাছের পাতা বানিয়ে নেয়ার পর গাছের নিচে ঝড়ে থাকা পাতা বানিয়ে নিয়েছি। গাছের ঝড়া পাতা গাছের নিচে পড়ে আছে এরকম লুক দিয়েছি।

IMG_20250219_171154.jpg

IMG_20250219_171220.jpg

IMG_20250219_171237.jpg

IMG_20250219_171302.jpg

ফাইনাল লুক

IMG_20250219_171937.jpg

IMG_20250219_171907.jpg

IMG_20250219_171854.jpg

এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর ওয়ালমেট গাছের পাতা ঝড়ে পড়ার দৃশ্য টি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250215_190545.png

IMG_20250215_190537.png

Sort:  
 2 months ago 

ক্লে দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায় যা দেখতে খুবই ভালো লাগে। আমার নিজেরও তৈরি করতে খুবই ভালো লাগে। তাছাড়া সবার তৈরি করা জিনিস দেখতে খুবই সুন্দর হয়। আজকে আপনি গাছের ঝরা পাতা এবং গাছের দৃশ্যের ওয়ালমেট খুব সুন্দর ভাবে ক্লে দিয়ে তৈরি করলেন। দেখতে খুবই চমৎকার হয়েছে।

 2 months ago 

ঠিক বলেছেন ক্লে দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায় অনেক।

 2 months ago 

বাহ দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে কোন জিনিস তৈরি করলে দেখতে অসম্ভব ভালো লাগে। মনে হয় একদম বাস্তবের রূপ ধারণ করেছে। ঠিক আপনার পোস্টটা ও আমার কাছে একই রকম লাগবে। কিছু পাতা গাছ থেকে ঝরে পড়ে গেছে আর কিছু রয়ে গেছে। সব মিলিয়ে দারুন ধন্যবাদ আপু।

 2 months ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে কিছু তৈরি করলে তা দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

এখনই তো পাতা ঝরা মরসুম। তাই প্রকৃতিকে নির্ভর করেই তোমার তৈরি করা এই অলমেটটি ভীষণ ভালো লাগলো। ক্লে দিয়ে এমন সুন্দর একটি জিনিস তৈরি করেছ। তোমার ক্লের কাজ আগেও দেখেছি। খুব সুন্দর হয়।

 2 months ago 

ঠিক বলেছো এখনই পাতা ঝরার মৌসুম ধন্যবাদ সুন্দর মন্তব্য করলে জন্য।

 2 months ago 

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকম ভাবে ক্লে দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা ওয়ালমেট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বসন্ত আসার আগেই গাছের পাতা ঝরিয়ে ফেলেছেন দেখছি☺️☺️.খুবই সুন্দর হয়েছে দিদি,ক্লে দিয়ে মনে হয় সুন্দর কাজ করা যায়।আমি অবশ্য কখনো করে দেখিনি।ভালো লাগলো দেখে,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বসন্ত এসে গেছে 😊

 2 months ago 

বসন্ত এসে গেছে 😊

 2 months ago 

আপনার গাছও ঝড়া পাতার দৃশ্য ক্লে ওয়ালমেট বেশ দুর্দান্ত হয়েছে। আপনি আজ ক্লে দিয়ে বেশ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখতে খুব সুন্দর লাগছে আপু। আপনার ওয়ালমেট তৈরি প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 2 months ago 

আপনার ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো। আসলে এখন বসন্ত কাল আর বসন্তে গাছের পাতা ঝড়ে যায় এটাই স্বাভাবিক। আপনি সময় অনুযায়ী সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 2 months ago 

আপু আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে ভালো লাগে। অনেক সময় নিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

plz complete your PUSS promotion.

 2 months ago 

ক্লে দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট বানিয়েছেন। এবং গাছও ঝড়া পাতার ওয়ালমেট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।