বাণিজ্য মেলা প্রথম পর্ব❤️

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250116_191251.jpg

প্রতি বছর গাইবান্ধা বানিজ্যমেলায় যাই আমি মেয়েকে নিয়ে।এবারও যাওয়ার প্রবল ইচ্ছে কিন্তুু কয়েকদিন পরেই প্রশাসন বন্ধ করে দেয় মেলা।ভেবেছিলাম এবার আর মেলায় যাওয়া হলো না।আজকে আমার কিছু কাজের উদ্দেশ্যে গাইবান্ধা যাই এবং জানতে পারি বাণিজ্য মেলা হচ্ছে। মনটা আনন্দে নেচে উঠলো।

প্রয়োজনীয় কাজ সেরে চলে গেলাম শিল্পকলা স্বাধীনতা প্রাঙ্গণে। গিয়ে টিকিট কেটে মা মেয়ে প্রবেশ করলাম মেলায়।মেলা এখনো পুরাদমে শুরু হয়নি। মেলা শুরু হওয়ার মাঝে বন্ধ হওয়াতে দোকানের ডেকোরেশন চলছে এবং মেলাও হচ্ছে। অনেকেই জানে মেলা বন্ধ হয়েছে তাই তেমন ভির নেই বল্লেই চলে তবে দু একদিনের মধ্যেই সবাই জানতে পারবেন এবং মেলা জমিয়ে উঠবে।

IMG_20250116_191617.jpg
আমরা মেলায় ঢুকেই প্রথম মেলা ঘুরে দেখতে লাগলাম। আমার মেয়ে রাইডে উঠতে চাইলো।আসলে মেলা মানেই ভিন্ন ভিন্ন দারুণ সব রাইড আর বাচ্চাদের সেই রাইডে উঠতে চাওয়া।নাগরদোলায় ভয় পাই আমি তাই সেখানে উঠতে না করলাম এবং মেয়েকে অন্য রাইডে ওঠালাম বেশ ভালো ইনজয় করলো মেয়ে।
নাগর দোলায় একা ভয় পায় জন্য উঠলো না আমিও নাগরদোলায় ভয় পাই তাই না উঠে ফটোগ্রাফি করে নিলাম। অনেকেই মজা করে নাগরদোলায় ঘুরছে।নাগরদোলার ফটোগ্রাফি করলাম। অনেক সুন্দর একটি দৃশ্য। নীল আকাশের মাঝে নাগরদোলা ঘুরছে চমৎকার সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য।

IMG_20250116_191251.jpg
এরপর গেলাম সব কিছু দেখতে একটি স্টলে ঢুকে নানা রকম জিনিসপত্র দেখতে পেলাম। নানান প্রকারের সুন্দর সুন্দর চামুচ দেখলাম তবে সব থেকে ভালো লাগলো সোনালী কালারের চামুচ গুলোর দিকে। খুবই সুন্দর লাগছে চামুচ গুলো দেখে মনে হচ্ছে কাসার চামুচ গুলো।

IMG_20250116_210316.jpg

এখন গেলাম একটি জুয়েলারির দোকানে সেখানে গিয়ে বেশ সুন্দর সুন্দর জুয়েলারি দেখতে পেলাম এবং সেখান থেকে একজোড়া কারনে টপ নিলাম পার্লের এবং মেয়ের জন্য একটি ভেলভেটের পার্স কিনে নিলাম। লাল টুকটুকে ব্যাগটি সত্যি অসাধারণ সুন্দর। কানের পার্লের টপ গুলো অসাধারণ সুন্দর।দারুণ লাগছে। সামনাসামনি ফটোগ্রাফির থেকেও বেশি সুন্দর।

IMG_20250116_210846.jpg

IMG_20250116_211011.jpg

IMG_20250116_211524.jpg

চপস্টিক দেখে মেয়ে নিতে চাইলো তার চপস্টিক দিয়ে খেতে নাকি খুবই ভালো লাগে।সে না কি চপস্টিক দিয়ে ভাতও খাবে হাহাহা। প্রথমে ভাবলাম মেয়ের জন্য দুটো কিনি শুধু কিন্তুু দেখলাম পুরা প্যাকেট নেয়াই লাভজনক কারণ বিশটা রয়েছে তাতে আর সেজন্য পুরা চপস্টিকের পুরা প্যাকেট কিনে নিলাম।

IMG20250116181847.jpg

হঠাৎ চোখে পড়লো বাচ্চাদের চমৎকার সুন্দর সুন্দর হেয়ার ব্যান্টও ক্লিপ।মেয়ের মাথায় চুল নেই বল্লেই চলে একদমই ছোট কিন্তুু ক্লিপ দেখলে সে নেবেই সেই আশায় যে চুল বড়ো হলো পড়বো।এমনকি রাউন্ড ব্যান্ড নেড়া মাথায় পড়ে সে। দেখতে যে কি হাস্যকর লাগে তা বলে বোঝাতে পারবো না।এখানে দেখলাম একটি চশমা হেয়ার ক্লিপ দেখতে পেলাম এবং বেশ ভালোই লাগলো আর কিনে নিলাম চশমা ক্লিপটি।

IMG_20250116_222818.jpg

এখানে অনেক চমৎকার সুন্দর সুন্দর কার্টুন চাবির রিং। নানান ধরনের কার্টুন আছে এখানে।সব বাচ্চাদের আকর্ষণ এই চাবির রিং গুলোতে।আমার মেয়েও একটি কার্টুন চাবির রিং নিয়ে নিলো।বেশ ভালোই লাগছিলো রিংটি।

IMG_20250116_221225.jpg

IMG_20250116_222150.jpg
এই ছিলো আমার আজকের বানিজ্য মেলায় ঘোরাঘুরি ও টুকিটাকি কেনাকাটার ফটোগ্রাফি ও অনুভুতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।
আবারও দেখা হবে বাণিজ্য মেলা দ্বিতীয় পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250115_210617.png

IMG_20250115_210543.jpg

Sort:  
 2 months ago 

PhotoCollage_1737046845049.jpg

 2 months ago 

শিল্পকলা স্বাধীনতা প্রাঙ্গণের মেলায় মেয়ের সাথে বেশ ভালো সময় কাটিয়েছো বোঝাই যাচ্ছে। এমন ভাবে মেলায় ঘুরতে বেশ ভালই লাগে শীতকালে। আর বেশ কিছু জিনিসপত্র কেনাকাটিও করেছো দেখছি।। প্রত্যেকটি ছবি খুব সুন্দর হয়েছে এবং মেলাটির বিষয়ে একটি সার্বিক ধারণা দিচ্ছে। ছবিগুলি জুম করে সব স্টল গুলি দেখবার চেষ্টা করলাম। একেবারে আমাদের এখানকার মতোই। আসলে মেলা মানেই একরাশ আনন্দের ফুলঝুরি।

 2 months ago 

আপনি বাণিজ্য মেলায় গিয়ে দারুন আনন্দঘন সময় উপভোগ করেছেন আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম। মিষ্টি মিষ্টি জিনিস কিনেছেন বিশেষ করে ক্লিপ টা আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম বাণিজ্য মেলা এবং আরেক রকমের জিনিস পাওয়া যায়। বেশ সময় পার করেছেন বুঝতে পেরেছি।

 2 months ago 

বাণিজ্য মেলা ওয়াজ মাহফিলের মেলা এছাড়াও বিভিন্ন রকমের মেলাগুলো ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি। এই সমস্ত মেলা ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় আবার অনেক কিছুর সাথে পরিচয় লাভ করা যায়। আর এই সকল কিছুর মধ্যে ও নিজের মনটা অনেক ফ্রেশ ও ভালোলাগার থাকে।

 2 months ago 

দিদি আপনি বাণিজ্য মেলায় গিয়ে দারুন সময় উপভোগ করেছেন তা আপনার পোস্ট পড়ার মাধ্যমে বুঝতে পারছি। বাণিজ্য মেলা থেকে চাবির রিং, চপস্টিক ও চশমা ক্লিপ কিনেছেন দেখে অনেক ভালো লাগলো।আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিউট চাবির রিং টা। মেলায় কাটানো অসাধারণ কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

যাক মা মেয়ে মেলায় ঘুরতে পারলেন এটাই বড় ব্যাপার। নীল আকাশের দিকে নাগর দোলা যখন ঘোরে সত্যিই মেলার আনন্দ পাওয়া যায়। চমশা ক্লিপ আর কার্টুন রিং কিন্তু দারুন ছিল আপু। অনেক ধন্যবাদ আপু চমৎকার অনুভূতি মেশানো পোস্টটি শেয়ার করার জন্য। মা এবং মেয়ের জন্য দোয়া রইল।

 2 months ago 

বাণিজ্য মেলায় গিয়ে দেখছি খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন। আজকে আপনি বাণিজ্য মেলায় কাটানো মুহূর্তটা খুব সুন্দর করে শেয়ার করলেন। আপনার কাটানো মুহূর্তের প্রথম পর্ব টা আমার অনেক ভালো লেগেছে। আর মেলায় গেলে কেনাকাটা না করলে তো একেবারে ভালোই লাগে না।

 2 months ago 

মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমি অনেক পছন্দ করি। আপনি বাণিজ্য মেলায় গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক ভালো সময় অতিবাহিত করেছেন দেখছি। বাণিজ্য মেলার সৌন্দর্য দেখে ভালো লাগলো। প্রথম পর্ব টা অনেক সুন্দর ছিল। আশা করি পরবর্তী পর্বগুলো ভালো লাগবে।

 2 months ago 

মেলা মানেই একটু আনন্দের বিষয় আর বাণিজ্য মেলা মানে তো আরো অতিরিক্ত আনন্দের বিষয়। কারণ এই বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের ব্যতিক্রম কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

 2 months ago 

একদমই ঠিক বলেছেন বাণিজ্য মেলা মানেই অতিরিক্ত আনন্দের বিষয়।

 2 months ago 

শীতকালে অনেক জাগায় মেলা বসে। জেলা সদরে মেলার আয়োজন করলে টিকেট লাগে। সব জাগায় মনেই প্রবেশ মূল্য টাকায় রাখে। যায়হোক মেলাতে ঘুরে কেনাকাটা করে দারুণ অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ।