লিচুর মুকুলে মাছি,মৌমাছি ভ্রমরের ভিডিওগ্রাফি❤️
হ্যালো
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমার গাছের লিচু গাছের লিচুর মুকুলে মৌমাছি,মাছি,ভ্রমরের ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
লিচু আমার খুবই পছন্দের ফল।আমার মেয়ে যখন পেটে ছিলো আমি ভাত কি জিনিস খাইনি একদিনও শুধু লিচু খাইয়ে দিতো আমার বর। লিচু খেয়ে থাকতাম। এভাবে চলতে চলতে একদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো।তখন থেকে লিচুর প্রতি ভালোবাসা এবং লিচু যেহেতু খুবই সুস্বাদু মিষ্টি পুষ্টিকর ফল তাই লিচু খেতে খুবই ভালো লাগে।লিচু গাছ নেই আমাদের তাই লিচু গাছের খুবই সখ আমার আর সেজন্য বেশ কিছু লিচু গাছ কিনে এনে লাগিয়েছিলাম চায়না থ্রি লিচু গাছ।একটি গাছ মরে গিয়েছিল আর দুটি খুবই সুন্দর হয়েছিলো কিন্তুু গাছ দুটোকে চারা করে অন্য জায়্গায় লাগানোর কারণে মরে গেছে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। এবার বর একটি চায়না থ্রি লিচু গাছ কিনে এনে বাড়ির ভেতরে উঠানে লাগিয়েছে আর সেই গাছটিতে প্রতি মুকুল আসলেও লিচু হওয়ার পরে মরে যেতো বা অপুষ্টিকর লিচু হতো।
গত বছর লিচু হয়েছিলো সুন্দর পরিপুষ্ট বেশ কিছু কিন্তু জাল দিয়ে ঢেকে না দেয়ার কারণে কাক সব গুলো লিচু খেয়ে ফেলেছে আর দুটো লিচু ছিলো যা বাড়ির বাচ্চারা খেয়েছে। আমার মেয়ে যখন লিচু খেয়েছে তখন সে বলছিলো অনেক মিষ্টি এবং বিচি একদমই ছোট আর লিচুর মাংসে পরিপুষ্ট।
এবার অনেক লিচুর মুকুল এসেছে স্প্রে করা হয়েছে। যদি লিচু থাকে তাহলে জাল দিয়ে ঢেকে দেবো যাতে করে কাক খেতে না পারে।
আজ আমি আমার সখের লিচু গাছের ভিডিওগ্রাফি করেছি। লিচুর মুকুলে মৌমাছি ও ভ্রমর মধু খাচ্ছিলো আমি যখনি ভিতিও করতে গেছি আমাকে ভ্রমর তারা করেছে একবার তো ফোনটাই হাত থেকে ফেলে দিয়েছি কাপতে কাপতে।ভয়ে ভয়ে ভিডিওগ্রাফি করেছি আর তাই আপনাদের সাথে ভাগ করে নেবো।
তো চলুন দেখা যাক ভিডিওগ্রাফিটি কেমন
ইউটিউব লিংক
এই ছিলো আমার আজকের সুন্দর লিচুর মুকুলে মাছি,মৌমাছিও ভ্রমরের ভালো ভালো ভিডিওগ্রাফি আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ভিডিওগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
এবছর আমাদের বাড়িতেও লিচু গাছে বেশ ভালো ফুল এসেছে এবং সেই ফুলে দেখি সব সময় মৌমাছি আনাগোনা করছে। আর আজ আপনার ভিডিওগ্রাফিতে দেখলাম। অসংখ্য ধন্যবাদ আপু লিচুর মুকুলে পরা মাছি, মৌমাছি ভ্রমরের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার বাড়িতে লিচুর ফুল এসেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
লিচুর মুকুলে মাছি এবং মৌমাছি ভ্রমরের ভিডিওগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে আপু। বিভিন্ন ফুলে মৌমাছি গুলো বিচরণ করে। একমাত্র ফুলেই তাদের বসবাস। আপনি সুযোগ বুঝে চমৎকার ভাবে ভিডিওটি করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকার ভিডিও শেয়ার করার জন্য।
আমার ভিডিওগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
আম,লিচুর মুকুলে মাছি মৌমাছির আনাগোনা এখন দেখা যায়। যেকোন ফুলের মধু নিতে মৌমাছিরা হাজির হয়ে যায়। লিচু গাছের মুকুলে মৌমাছির আনাগোনা চমৎকার লাগছে। সুন্দর একটি ভিডিওগ্রাফি ধারণ করেছেন আপু। ভিডিওগ্রাফিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই ভিডিওগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগবে। বিশেষ করে লিচুর মুকুলে মৌমাছি গুলো বাসার কারণে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার পোস্টগুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আজকে আবারো সেই সুন্দর ভিডিওগ্রাফিটি আমাদের মাঝে শেয়ার করবেন। এরকম চমৎকার ভিডিওগ্রাফি আরো দেখতে চাই আপনার কাছ থেকে।
আমার পোস্ট আপনার ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।
আপনার ভিডিওগ্রাফি দেখার পরে সত্যিই মুগ্ধ হলাম। বিশেষ করে লিচুর মুকুলের মাঝে মৌমাছিদের ব্যস্ততা সত্যিই এক অনন্য দৃশ্য সৃষ্টি করেছে। এমন সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার দক্ষতা আপনার অসাধারণ। প্রতিবারই আপনার পোস্টগুলোতে নতুন কিছু শেখার সুযোগ পাই, আর এই ভিডিওটিও খুবই মনোমুগ্ধকর ছিল।
ফুলে এবং ফলের মুকুলে ভ্রমররা বসে মধু সংগ্রহের উদ্দেশ্যে। আর প্রাকৃতিক নিয়মের সেই দৃশ্য এক অতি অনুপম নান্দনিকতা সৃষ্টি করে। তুমি দারুন সুন্দর করে সেই ভিডিওগুলোকে গ্রহণ করেছ দেখে ভালো লাগলো। ভ্রমর গুলির ছবি ভীষণ স্পষ্ট ভাবে তোমার ক্যামেরায় ধরা পড়েছে।
আপু লিচু খেতে এমনিতে অনেকে পছন্দ করে। তবে লিচু এমন একটি ফল ছোট বড় সবাই খেতে পছন্দ করে। যেমনটি আপনি আপনার মেয়ে হওয়ার আগে ভাত না খেয়ে লিচু খেয়েছেন বেশি। আর এখন লিচু গাছের মধ্যে সুন্দর ফুল দেখা যায়। আপনি দেখছি চমৎকার লিচু ফুলের ভিডিওগ্রাফি করেছেন। ভালো লাগলো আপনার ভিডিওটি দেখে।
লিচুর মুকুলে মাছি ও মৌমাছির ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো।এই সময় বিভিন্ন রকম ফুলে মৌমাছি দেখা যায়। অনেক ধন্যবাদ আপু দারুন একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।