নিজের অপূর্ণ সপ্ন গুলো মেয়ের মাধ্যমে পূরণের চেষ্টা

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।

আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG20250204112527.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমার নিজের সপ্নগুলো মেয়ের মাঝে পূর্ণ করার চেষ্টা নিয়ে গল্প।

নাচ, গান মানুষের শিল্প ও বিনোদন। কেউ বা এই বিনোদন উপভোগ করতে ভালোবাসে আবার কেউ বা এই নাচ,গানের প্রতিভা নিজের মাঝে এনে মানুষের মাঝে ছড়াতে ভালোবাসে।

মানুষের জীবনে বিনোদনের খুবই প্রয়োজন। ছোটবেলায় গ্রামে বেড়ে ওঠা ইচ্ছে থাকলেও নাচ,গান করা হয়নি কোন প্রতিষ্ঠানে গিয়ে। কঠিন ছিলো এবং মা সংসারের চাপে কিংবা নিজের অনাগ্রহের ফলে বা সুযোগ সুবিধার অভাবে কখনো এসব ইচ্ছে পোষন করেন নি। এখনো যে সহজ তা নয় সেই দূরে যেতে হয় নাচ শেখাতে। পুরা এক দের ঘন্টার রাস্তা তবে আমার ইচ্ছে প্রবল মেয়েকে নাচ শেখাবো।গান কেন নয় শুধু কেন নাচ এই গল্প এখন আপনাদের সাথে করবো।

ছোট বেলা থেকেই লক্ষ্য করি আমার মেয়ের নাচের প্রতি আগ্রহ। ফোন দেখে টিভি দেখে একা একা সে নাচ করে।কখনো বান্ধবীদের নিয়ে কখনো সাজুগুজু করে একা একা সে নাচ করে।দূর্গা পূজায় নাচ করে এবং পূজার তিন চার মাস আগ থেকে নাচ করে আরতি দেবে বলে।

গানের প্রতি একদমই আগ্রহ নেই।কখনো ভুল করেও গুনগুনিয়ে গান গাইতে শুনলাম না। বুঝতে পারলাম গান তাকে দিয়ে হবে না।ভাবলাম নাচের স্কুলে ভর্তি করা দরকার।

মেয়ের তো একটা মতামত লাগবে তাকে প্রশ্ন করলাম তুই কি করতে চাস গান না কি নাচ।মেয়ে তারাতাড়ি কিছু না ভেবেই বলে দিলো নাচ করবো নাচ।বল্লাম গান কেন নয় বল্লো গান করতে ভাল্লাগে না।

বুঝতে বাকি রইলো না যে তাকে দিয়ে গানটা হবে না নাচ করাতে হবে।আসলে যার যে জিনিসটার প্রতি আকর্ষণ, ইচ্ছে ও প্রতিভা তাকে সেই কাজটি করতে দেয়া দরকার।

মেয়েকে নিয়ে চলে গেলাম শিল্পকলা একাডেমি। প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ভর্তি করে দিলাম নাচে।চার বছর মেয়াদি কোর্স।কোর্স শেষ সার্টিফিকেট দেয়া হবে যা আজীবন কাজে লাগবে।যে কোন স্কুল, কলেজে ভর্তি হওয়ার সময় দশ নাম্বার কোটা থাকবে এটা যখন বল্লেন তখন মনে পড়ে গেলো আবার সেই কোটা হাহাহা।

সপ্তাহে চারদিন হবে ক্লাস।মঙ্গল, বুধ,বৃহস্পতিবারও শুক্রবার তবে আমি বলেছি দুদিন ক্লাস করবো মানে বৃহস্পতিবার ও শুক্রবার কারন এতো দূর থেকে সপ্তাহে চারদিন যাওয়া আমার জন্য খুবই কষ্টের এবং মেয়ের জন্য আরো কষ্টের।

প্রথম এসেছিলাম শুক্রবার। শুক্রবার সকাল দশটায় এবং বৃহস্পতিবার বিকেল চারটা। আমি এখন পোস্ট লিখছি মেয়েকে নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে অলস সময়ে বসে বসে।মেয়েতো বেশ আগ্রহের সাথে নাচ টা শিখছে।বেশ আনন্দিত, উফুল্ল সে।আশা করছি চার বছর মেয়াদি পূরা কোর্সটি সম্পূর্ণ করতে পারবে।আমিও আমার নিজের সুপ্ত ইচ্ছে নিজের অপূর্ণ সপ্ন মেয়ের মাধ্যমে পূর্ণ করতে পারবো।

IMG20250213163823.jpg

আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250213_164535.png

IMG_20250213_164526.jpg

Sort:  
 8 days ago 

PhotoCollage_1739460961992.jpg

 7 days ago 

বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো। তার জন্য দোয়া রইল সে যেন ভালোভাবে তা নাচের ক্লাস কমপ্লিট করতে পারে। বর্তমান সময়ে এসেও এমন সৌখিন জিনিস আমরা খুব কম দেখি।

 3 days ago 

এটা ঠিক বলেছেন আপু মেয়ের যেহেতু গানের প্রতি আগ্রহ নেই তাই নাচের স্কুলে ভর্তি করিয়েছেন। আর সে যেতেতু নাচতে পছন্দ করে আশা করা যায় সে ভালো কিছু করবে। আপনার অপূর্ণ ইচ্ছাগুলো মেয়ের মাঝে পূর্ণতা পাক এটাই চাওয়া।