করোলা ও করোলা গাছের ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ16 hours ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো করোলা গাছের ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20250319_232802.jpg

করলা খুবই উপকারী ঔষধি সবজি।করলা তেঁতো স্বাদের একটি সবজি কিন্তুু ভীষণ গুণসম্পন্ন। করলায় রয়েছে রক্তে চিনি কমানোর উপাদান। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারে। করলা আমার খুবই প্রিয় আমাদের বাগানের এই করোলা গুলো দেশি করোলা।করোলা অনেক প্রকারের হয়ে থাকে।তবে আমি যে দেশি করোলা গাছের ফটোগ্রাফি ভাগ করে নেবো তা খুবই পুষ্টিকর একটি করোলা।
তো চলুন দেখা যাক করোলা গাছের ফটোগ্রাফি।

প্রথম ধাপ ফটোগ্রাফি

এটি একটি করোলার চারাগাছ।

IMG_20250319_225617.jpg

দ্বিতীয় ফটোগ্রাফি

ছোট্ট করোলার চারাগাছ টি বেশ বড়ো হয়েছে এবং অনেকটা জায়গা ছেয়ে নিয়েছে।এই কড়োলা মাটিতেই হয় কোন মাচা করে দিতে হয় না জন্য এই করোলাকে মাটিয়া করোলাও বলে থাকে কেউ কেউ।

InShot_20250319_230047862.jpg

তৃতীয় ফটোগ্রাফি

করোলা গাছের ফুলর কলি এসেছে অসংখ্য। ছোট ছোট হলুদ ফুলের কলি। কলি থেকে ফুল ফুটেছে।

IMG_20250319_231916.jpg

IMG_20250319_231727.jpg

চতুর্থ ধাপ

করোলা গাছের কলি ও ফুল থেকে চমৎকার সুন্দর একটি করোলা হয়েছে। করোলার মাথায় করোলার ফুল আছে আর তা অপূর্ব লাগছে দেখতে।

IMG_20250319_232201.jpg

পঞ্চম ফটোগ্রাফি

ছোট করোলাটি আস্তে আস্তে বড়ো হয়েছে। একদমই খাওয়ার মতো পরিপূর্ণ ও পরিপক্ব হয়েছে। বেশ অনেক গুলো করোলা হয়েছে গাছে।

IMG_20250319_232854.jpg

IMG_20250319_232819.jpg

IMG_20250319_232802.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর করেলা গাছের ও করোলার ফটোগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250317_023926.png

IMG_20250316_204309.png

Sort:  
 16 hours ago 

PhotoCollage_1742406638867.jpg

 12 hours ago 

আসলেই আপু করলা সবজিটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে তিতো হওয়া তে অনেকে খেতে চায় না। যাইহোক করলা গাছের ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 hours ago 

ঠিক বলেছেন আপু পুষ্টিকর কিন্তুু তেঁতো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।