ক্লে দিয়ে থানকুনি গাছ তৈরি পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250313_143752.jpg

IMG20250313140247.jpg

IMG20250313140325.jpg

IMG20250313140030.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ক্নে দিয়ে থানকুনি গাছ তৈরি পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজ দোলপূর্ণিমা আজকে দোলপূর্ণিমা শুনে অনেকেই অবাক হতে পারেন কারণ কাল দোলপূর্ণিমা । হ্যাঁ কাল দোলপূর্ণিমা তবে কাল শুধু নয় আজকেও কারণ আজকে পূর্ণিমা লেগে গেছে এগারোটায় আর যেহেতু আজ লক্ষীবার বৃহস্পতিবার তাই আজকেই ভোগ দিতে হবে।যেকোনো পূর্ণিমা যদি বৃহস্পতিবার হয় তাহলে ভোগ দিতে হয় এবং আমরা দিয়ে থাকি তাই আজকেই আমরা দোলপূর্ণিমার ভোগ দিয়ে দিলাম এবং ঠাকুর কে আবির দিয়ে রাঙ্গিয়ে দিলাম। পূর্ণিমায় ভোগ দেয়ার জন্য সকালে উঠে স্নান সেরে পূজা করলাম সবাই মিলে।প্রাসাদ খেয়ে এখন আপনাদের সাথে ভাগ করে নেবো ক্লে দিয়ে থানকুনি গাছ তৈরি পদ্ধতি। আজকে ব্যাস্ত থাকবো জানতাম আর তাই জন্য রাতেই বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে থানকুনি গাছ। এখন আমার গ্রামেই ক্লে পাওয়া যায়।পাশের বাড়ির এক ছেলে ব্যাবসা করে এবং সে আমাকে পাইকারি দামেই ক্লে দেয়।যখন লাগে তখনি এনে কাজ করা যায়।আগে ক্লে না থাকলে অপেক্ষা করতে হতো বাজার থেকে আনার এখন আর সে ঝামেলা নেই।
থানকুনি গাছ বানাতে সবুজ ক্লের দরকার বেশি আর সবুজ কালারের ক্লে ছিলো না তাই মেয়েকে দিয়ে নিয়ে আসালাম সবুজ ক্লে এবং বানিয়ে ফেল্লাম।ক্লে দিয়ে কিছু বানাতে অনেক কম সময় লাগবে ভাবি কিন্তুু সময় বেশ লাগে অনেকটাই।কাল বানিয়ে রাখলেও আজকে ফাইনাল লুকের ফটো তুল্লাম অরিজিনাল ঘাসের মাঝে রেখে।ঘাসের মাঝে রেখে ফটো তোলার সময় দেখলাম একদমই অরিজিনাল থানকুনি পাতার মতোই লাগছে।যদি ঘাসে রেখে আসতাম তাহলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো ক্লে দিয়ে তৈরি থানকুনি পাতা।
তো চলুন দেখা যাক কিভাবে ক্লে দিয়ে তৈরি করলাম চমৎকার সুন্দর তরতাজা থানকুনি তৈরি পদ্ধতি।

IMG_20250313_141931.png

ক্লে
কফি কাপ
ঝাটার কাঠি

PhotoCollage_1741854147786.jpg

প্রথম ধাপ

প্রথমে কফি কাপের ভীতরে ক্লে দিয়ে মাটি পাথর বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1741854276786.jpg

দ্বিতীয় ধাপ

এখন কফি কাপের ক্লে দিয়ে মুড়িয়ে নিয়েছি ঝুড়ির মতো করে।

IMG_20250313_142618.jpg

IMG_20250313_142635.jpg

তৃতীয় ধাপ

এখন সবুজ ক্লে দিয়ে ঝাটার কাঠি জড়িয়ে থানকুনির ডাল বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1741854639286.jpg

চতুর্থ ধাপ

এখন ক্লে দিয়ে থানকুনি পাতা বানিয়ে নিয়েছি।

PhotoCollage_1741854729466.jpg

পঞ্চম ধাপ

এখন থানকুনি পাতা গুলো থানকুনি গাছের ডালে বসিয়ে নিয়েছি।

PhotoCollage_1741854857988.jpg

ষষ্ঠ ধাপ

এভাবে একে একে সব গুলো থানকুনি পাতার ডালপ পাতা বসিয়ে নিয়েছি ও পুরাপুরি ভাবে থানকুনি গাছ বানিয়ে নিয়েছি।

IMG20250312201201.jpg

IMG20250312201821.jpg

ফাইনাল লুক

IMG_20250313_143752.jpg

IMG20250313140325.jpg

IMG20250313140254.jpg

IMG20250313140247.jpg

IMG20250313140228.jpg

এই ছিলো আমার বানানো ক্লে দিয়ে চমৎকার সুন্দর থানকুনি গাছ তৈরি পদ্ধতি।দেখতে একদমই তরতাজা সত্যিকারের মতোই লাগছে থানকুনি গাছ ও পাতা গুলো।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250307_183349.png

IMG_20250307_183340.png

Sort:  
 7 days ago 

প্রথমে দেখে খুঁজেই পাচ্ছিলাম না কোনটা ক্লে দিয়ে তৈরি করেছেন। একদম সত্যিকারের থানকুনি পাতার মত লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের এই পোস্ট। মুগ্ধ হয়ে গেলাম আপনার আইডিয়া দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 6 days ago 

ধন্যবাদ আপু আমার পোস্ট টি ভালো লেগেছে জন্য ও সাবলীল মন্তব্য করার জন্য।

 7 days ago 

PhotoCollage_1741856950698.jpg

 7 days ago 

ক্লে দিয়ে চমৎকার থানকুনি গাছ তৈরি করেছেন আপু আপনি। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে একদম সত্যি গাছের মতো লাগছে।ক্লে দিয়ে থানকুনি গাছ তৈরির পদ্ধতি বেশ সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 7 days ago 

অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 7 days ago 

প্রথমেই দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই তোমায়। কেমন ভোগ নিবেদন করলে ঠাকুরকে অবশ্যই দেখিও। প্লে দিয়ে খুব সুন্দর থানকুনি পাতা বানিয়েছো। প্রথমে যখন ছবিটা দেখলাম আমি তো বুঝতেই পারিনি এটা কে দিয়ে তৈরি কারণ তুমি সবুজ পাতা বা ঝোপঝাড়ের মধ্যে রেখে ছবিটা তুলেছো। খুব সুন্দর হয়েছে।

 7 days ago 

তোমাকেও দোলপূর্ণিমার শুভেচ্ছা। এতোটাই ব্যাস্ত ছিলাম যে ভোগ নিবেদনের সময় ফটোগ্রাফি করতে ভুলেই গেছি।ঠিক বলেছো ঝোপে ফটোগ্রাফি রাখার কারণে একদমই বোঝা যাচ্ছে না এগুলো ক্লে দিয়ে তৈরি থানকুনি।

 7 days ago 

ক্লে দিয়ে থানকুনি গাছ তৈরি পদ্ধতি শেয়ার করেছেন।আপনার পদ্ধতিটি খুবই আকর্ষণীয়!গাছটির প্রতিটি অংশ এত জীবন্ত দেখাচ্ছে, সত্যিই প্রশংসনীয় কাজ।আপনার কাজ দেখে অনুপ্রাণিত হলাম! আগামীতেও এমন সৃজনশীল কাজ শেয়ার করার অনুরোধ রইল।আপনার তৈরি থানকুনি গাছটি দেখতে খুব সুন্দর হয়েছে! ক্লে দিয়ে এমন সূক্ষ্ম ডিটেইল তৈরি করার জন্য আপনাকে অভিনন্দন।

 7 days ago 

ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করার জন্য।

 7 days ago 

বাইরের পরিবেশে খুব সুন্দর করে থানকুনি পাতার ফটোগ্রাফি করছেন। আর দেখতে মনে হচ্ছে যেন আসল ধানকুনি পাতা। ক্লে দিয়ে তৈরি করেছেন সেটা বোঝাই যাচ্ছে না। দারুন তৈরি করেছেন আপু। এরকম কাজগুলো দেখলে খুবই ভালো লাগে।

 7 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

ক্লে দিয়ে চমৎকার থানকুনি পাতার গাছ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে অসাধারণ লাগছে।এটা যে ক্লে দিয়ে বানানো মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে সত্যিকারের থানকুনি গাছ। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 

ক্লে দিয়ে এমন বাস্তবসম্মত থানকুনি পাতার গাছ তৈরি করেছেন, দেখে তো অবাক হয়ে গেলাম।এত যত্ন আর নিখুঁতভাবে গাছের প্রতিটি অংশ ফুটিয়ে তুলেছেন যে এক নজরে সত্যিকারের মনে হয়। সৃজনশীলতার এত সুন্দর প্রকাশ সত্যিই প্রশংসার দাবিদার। এমন দারুণ শিল্পকর্ম আমাদের সাথে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার আরও চমৎকার সৃষ্টি দেখার অপেক্ষায় রইলাম।

 6 days ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 7 days ago 
 6 days ago 

সত্যি বলতে আপনার তৈরি করা থানকুনি পাতা দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম, এগুলো সত্যিকারের থানকুনি পাতা। খুবই সুন্দর করে এবং নিখুঁতভাবে আপনি এই থানকুনি পাতা তৈরি করেছেন। ক্লে দিয়ে থানকুনি পাতা তৈরি করার পদ্ধতি দারুন ছিল। যে কেউ চাইলে কিন্তু সহজেই এটা তৈরি করে নিতে পারবে।

 6 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।